হাইলাকান্দিতে নির্বাচনের বিভিন্ন সেলের কার্যক্রমের খোঁজ নিলেন ব্যয় পর্যবেক্ষক প্রদীপ কুমার

জনসংযোগ, হাইলাকান্দি :
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার দুইটি  বিধানসভা কেন্দ্রে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে  নির্বাচন নিশ্চিত করতে সোমবার নির্বাচনের বিভিন্ন সেলের কার্যক্রমের খোঁজ খবর নিলেন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক প্রদীপকুমার বিশ্বাস। এদিন বিশ্বাস  হাইলাকান্দি সার্কিট হাউসের সভাকক্ষে হাইলাকান্দির অ্যাডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনার এল খিংতে, জেলার চার রাজস্ব চক্র আধিকারিক সহ নির্বাচনের বিভিন্ন সেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে নির্বাচনের বিভিন্ন সেলের কার্যক্রমের পর্যালোচনা করেন। এবং পরবর্তীতে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে স্ট্যাটিক নজরদারি টিম (এসএসটি) এবং ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) টিমের  কাজকর্ম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বৈঠকে তিনি জেলার বিভিন্ন স্থানে নির্বাচনের স্টেটিক সার্ভিলেন্স টিম (অবিচ্ছিন্ন নজরদারি) ও স্থির নজরদারি দলের কার্যক্রম সম্পর্কে সার্কল অফিসারদের কাছ থেকে অবহিত হন। এক্ষেত্রে যানবাহন সহ কোন ধরনের সমস্যা রয়েছে কি না তা জানতে চাইলে জেলার চার সার্কল অফিসার জানান, কোন ধরনের সমস্যা নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে  সব ধরনের  পদক্ষেপ ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানান চার সার্কল অফিসার যথাক্রমে কিলুনতুলি জেমি,  ভাস্করজ্যোতি তালুকদার, মৃগাক্ষী দাস ও আব্বাস মির্জা। সভায় অ্যাডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনার এল খিংতে জানান, এসএসটি টিমকে যানবাহনে তল্লাশি চালানোর জন্য টর্চ লাইট প্রদান করা হয়েছে। বৈঠকে এক্সপেনডিচার সেলের সদস্যদের কাছ থেকে  তাদের কাজকর্ম সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সভা, সমিতি, র‍্যালি, রোড শো, ভ্যানার ইত্যাদির ব্যয় সংক্রান্ত কার্যাবলীর উপর  কড়া নজরদারি রাখতে সেল সদস্যদের নির্দেশ দেন পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস। এমনকি সভা, সমিতি, পার্টি অফিসে ভোটের সভায় জলযোগ, যানবাহন ইত্যাদির উপর ব্যায়ের বিষয়টিও নজরদারি করতে সেল সদস্যদের পরামর্শ দেন তিনি।

এদিন নির্বাচনের এমসিএমসি সেলের কাজকর্মের ও খোঁজ নেননি। বৈঠকে এমসিএমসি সেলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লংঘনের পাশাপাশি এক্সিট পোল সংক্রান্ত সংবাদ প্রচারের দায়ে হাইলাকান্দির সাতজন ফেসবুক পেজের স্বত্বাধিকারীকে ইতিমধ্যে  সতর্ক করে দেওয়া হয়েছে।অভিযুক্তরা লিখিত মুচলেকা দিয়েছেন। পর্যবেক্ষক প্রদীপ কুমার, এমসি সেলের কাজে সন্তোষ ব্যাক্ত করে সামাজিক মাধ্যমের উপর আরও কড়া নজরদারি রাখতে নির্দেশ দেন।

তাছাড়া নির্বাচনের আগের দশদিন জেলাজুড়ে এসএসটি ও এফএসটি টিমের অভিযান, নজরদারি আরও বৃদ্ধি করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য ক্যাশ টাকা  ও অবৈধ মদ পাচারের বিষয়টি  গুরুত্ব সহকারে দেখার আহবান জানান। এদিনের বৈঠকে অন্যদের মধ্যে  অবজারভার সেলের অফিসার ইনচার্জ পূজা দাওলাগাপু, প্রটোকল অফিসার সৌমিত্র দে প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের বৈঠক শেষে পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস জেলার মাটিজুরি সহ বিভিন্ন স্থানে ছুটে গিয়ে স্ট্যাটিক নজরদারি টিম (এসএসটি) র কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

Author

Spread the News