বিশ্ব ফুটবল দিবসে প্রদর্শনী ম্যাচ ডিএসএ-তে
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মে : আগামী ২৫ মে “বিশ্ব ফুটবল দিবস” উপলক্ষে ভেটারেন ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিকাল ৩ টায় এক প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার মাঠে। এতে অংশগ্রহণ করবে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি ও লক্ষীপুরের প্রাক্তন দিকপাল ফুটবলারা। এই ম্যাচে ফুটবল প্রেমী সকল জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন সহযোগী আয়োজক সংস্থার সচিব অতনু ভট্টাচার্য।