শিক্ষককে ব্যতিক্রমি বিদায়ী সংবর্ধনা নরসিংহপুরে

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : নরসিংহপুরের ২১৫ নং দুলাল রায় এলপি স্কুলের সহকারী শিক্ষক কুসুমবাবু সিনহাকে এক ব্যতিক্রমিভাবে বিদায়ী সংবর্ধনা জাননানো হল। শনিবার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক সহ গ্ৰামবাসী মিলে স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মধ্য দিয়ে সহকারী শিক্ষক কুসুমবাবু সিনহাকে বিদায়ী সংবর্ধনা জানান। এদিন সকাল এগারোটা থেকে ২১৫ নং দুলাল রায় এলপি স্কুলের সদ্য অবসর গ্ৰহণ করা কুসুমবাবু সিনহাকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মিলে তাঁর বাসভবন থেকে একটি জিপসি গাড়ি ফুল দিয়ে সাজিয়ে সম্মানে স্কুল প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং সেখানে উপস্থিত এই বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা, গ্ৰামবাসী সহ আশ-পাশের স্কুলের শিক্ষকবৃন্দ বিদায়ী সংবর্ধনা সভায় উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক সহ উপহার তুলে দিয়ে বিদায়ী সম্মান জানান। এরপর নবীন -প্রবীন ছাত্রছাত্রীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

শিক্ষককে ব্যতিক্রমি বিদায়ী সংবর্ধনা নরসিংহপুরে

বক্তব্যে বিদায়ী সহকারী শিক্ষক কুসুমবাবু সিনহার ৩২ বছরের শিক্ষকতার জীবনের বিভিন্ন অংশ তুলে ধরে বক্তারা বলেন, তিনি একজন সৎ শিক্ষক ও অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। একজন শিক্ষকের জীবনে ছাত্রদেরকে পুঁথিগত শিক্ষার সঙ্গে চারিত্রিক ও নৈতিক দেওয়ার প্রয়োজন সেকাজও নিষ্ঠার সঙ্গে করেন কুসুমবাবু। তিনি অসুস্থ অবস্থায়ও স্কুল ফাঁকি দেননি। সবাই তাঁর দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী সহকারী শিক্ষক কুসুমবাবু সিনহা সংক্ষিপ্ত বক্তব্যে স্কুলের সঙ্গে জড়িয়ে থাকা সুখ ও দুঃখের স্মৃতির কথা তুলে ধরেন, তিনি চিরকাল এই স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা করবেন বলে জানান।

শিক্ষককে ব্যতিক্রমি বিদায়ী সংবর্ধনা নরসিংহপুরে

এদিনের বিদায়ী সংবর্ধনা সভার পরিচালনায় ছিলেন শিক্ষক আনোয়ার হুসেন লস্কর ও শচীন্দ্র সিনহা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি দীনেশচন্দ্র সিনহা এবং প্রধান শিক্ষিকা নিবেদিতা ধর দেব, প্রাক্তন প্রধান শিক্ষিকা চন্দ্রাবলী রায়, পালংঘাটের সিআরসিসি প্রণয় পাল, প্রাক্তন শিক্ষক অসিত কুমার সিনহা সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক রঞ্জু পাল, জিতেন্দ্র সিনহা, শক্তি নাথ, জহিরুল ইসলাম লস্কর, অনিল চন্দ্র রায়, স্মৃতিকনা শুক্লবৈদ্য সহ গ্ৰামবাসী।

শিক্ষককে ব্যতিক্রমি বিদায়ী সংবর্ধনা নরসিংহপুরে
শিক্ষককে ব্যতিক্রমি বিদায়ী সংবর্ধনা নরসিংহপুরে
Spread the News
error: Content is protected !!