কাশিপুরে মাটি চাপায় মৃত্যু এক্সকেবেটর চালকের
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : কাছাড়ের কাশিপুর অঞ্চলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। সোমবার কাশিপুরে একটি টিলা থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। টিলার মাটির ধসে পড়ে মৃত্যু ঘটল এক্সকেবেটর চালকের। নিহত চালক জয়পুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম লস্কর।
স্থানীয় সূত্রে জানা যায়, এক্সকেবেটর দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করে মাটির এক বৃহৎ অংশ ধসে পড়ে এক্সকেবেটর উপর। এতে এক্সকেবেটর সহ চালক জাহাঙ্গীর মাটি চাপা পড়েন। এ ঘটনা স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে এসে উদ্ধারের কাজে হাত লাগান। কয়েক ঘন্টার পর জাহাঙ্গীর আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে তাঁকে শিলচর মেডিক্যালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জাহাঙ্গীরকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে অবৈধভাবে কাশিপুর টিলার মাটি কেটে বিক্রি করছে একটা চক্র। আজ একইভাবে মাটি কাটার সময় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয় জনগণ।