ভোট দিতে বাধা, বিক্ষোভের মাঝে পুকুরে ইভিএম

১ জুন : শেষ দফা নির্বাচনে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত জয়নগর লোকসভার কুলতলি। বিক্ষোভের মাঝে পুকুরে ফেলে দিলেন ইভিএম, ভিভিপ্যাট।

শনিবার ভোট শুরুর পরেই গ্রামবাসীদের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে কুলতলি। সকাল ৬টা ৪০ মিনিটে মেরিগঞ্জ এলাকার বেণীমাধবপুর এফপি স্কুলের কাছে ৪০ ও ৪১ নম্বর বুথে ভোট বাধা দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বুথে ঢুকতে বাধা দিচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। এর জেরেই ইভিএম, পেপার, ভিভিপ্যাট পাশের পুকুরে ফেলে দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। সে সময় পুলিশের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে প্রতিবাদে সরব হন এলাকাবাসীরা।

এই ঘটনার পর কিছুক্ষণ ওই বুথে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল। খানিকক্ষণ পর বিকল্প ইভিএম এনে ভোট শুরু হয়।

Author

Spread the News