শ্রাবণের দ্বিতীয় সোমবারেও শিব পূজার ধূম পাথারকান্দির চা-বাগানে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : পাথারকান্দির বিধানসভা কেন্দ্রের বিভিন্ন চা-বাগান এলাকা স্থানে স্থানে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহেও শিব পূজার ধূম। অন্যান্য বছরের ন্যায় এবারও শ্রাবন মাসের শুরুতে গত ২২ জুলাই সোমবার থেকে পাথারকান্দি বিধানসভার বিভিন্ন বাগান ও বস্তি এলাকার মন্দিরে মন্দিরে শুরু হয়েছে মহাদেবের নামে ভোলে ভম পুজোর।এ উপলক্ষে এলাকার সিংহভাগ মন্দিরকে যথাসাধ্য সাজিয়ে তোলা হয়েছে। প্রথম সোমবারের পর দ্বিতীয় সোমবার কাকভোরে শিব ভক্তরা কাঁওয়ারিয়াতে জল, বিল্বপত্র, ফুল, দুধ, মধু ইত্যাদি নিয়ে পায়ে হেঁটে মন্দিরে মন্দিরে উপস্থিত হয়ে দেবাদিদেব মহাদেবের নামে পুজো দেন। পুরো শ্রাবণ মাসের প্রতি সোমবার এই ব্রত পালন করা হবে। ভোলে ভম পুজো নিয়ে শাস্ত্রে বিভিন্ন মিথ রয়েছে। এতে সমুদ্র মন্থনের সময় অমৃতের সঙ্গে বেরিয়ে পড়া গরল প্রসঙ্গ সর্বাধিক প্রচলিত।নিরামিষ ভোজন গ্রহনের মাধ্যমে বিভিন্ন ভক্তরা এই পুজোতে সামিল হন। স্নান করে গেরুয়া বসন পরহিত ভাবে সূর্য্যদয়ের আগেই সংগ্রহ করতে হয় পবিত্র জল। তারপর ভক্তিপূর্ণ হৃদয়ে ভক্তরা পৌছান নিজ নিজ এলাকার নির্ধারিত মন্দিরে।এই পুজোর মাধ্যমে সনাতনিরা নিজের পরিবার পরিজন সহ দেশের মঙ্গল কামনা করে থাকেন।
এদিকে মাসের দ্বিতীয় সোমবারও পাথারকান্দির বিভিন্ন মন্দিরে ভোলে ভম পূজোতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত। এদিন অন্যান্য দিনের ন্যায় সুসজ্জিত রথে করে ভোলানাথের শ্রীবিগ্রহ নিয়ে শৈব কাঁওয়ারিয়ারা বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দেন। এলাকার ইছবিল, হাতিখিরা, সলগই, বৈঠাখাল, বিশ নম্বর শিবেরগুল, চাঁন্দখিরা, সোনাখিরা, লালখিরা, আদমটিলা, ভূবরিঘাট, চাম্পাবাড়ি, লঙ্গাই, সেপেনজুরি, পুতনি প্রমুখ স্থানে ভোল ভম পুজো পরিলক্ষিত হয়। পুজোতে যাতে কোন প্রকারের বিঘ্ন না ঘটে সে ব্যাপারে স্থানিয় প্রশাসনও সজাগ দৃষ্টি রেখে চলছে।