ডিলিমিটেশনের নামে বরাকের জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি : জিতেন্দ্র

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : বিজেপি সরকার ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার জনসাধারনের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য জিতেন্দ্র সিংহের। সোমবার জেলা কংগ্রেসের আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং বলেন, বরাকের জনগণকে বিজেপি সরকার ডিলিমিটেসণের নামের প্রতারণা করছে। বিজেপি সরকারের জন্য বরাক উপত্যকা অভিভাবকহীন হয়ে আছে। কথা আর কাজে মিল নেই। ধলাইয়ের কতজন বেকার যুবক যুবতী চাকরি দেওয়া হয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি। তিনি বলেন, আজও বরাকের জনগণ উন্নতমানের চিকিৎসার বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয়। বিজেপি সরকার বরাকে কোন উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি।

জিতেন্দ্র সিং বলেন, বিজেপির একজন নেতা বলেছিলেন বিজেপির প্রার্থী যে দাঁড়িয়েছে নীহাররঞ্জন দাস তিনি নাকি একজন বাংলাদেশি নাগরিক। আগামীকাল ধলাই উপনির্বাচনের প্রচারে আসার পর সেটার জবাবদিহি হতে হবে মুখ্যমন্ত্রীকে। বিজেপি সরকার বরাকের মানুষের সঙ্গে এভাবেই প্রতারণা করছে বলেন তিনি। ধলাই উপনির্বাচনে তার জবাব দেবেন জনগণ। কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন জিতেন্দ্র সিং।

জিতেন্দ্র সিং জানান, আজ ধলাই উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে সঙ্গে নিয়ে এক বিশাল পদযাত্রা সামিল হবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুপেন বরা, জেলা সভাপতি অভিজিৎ পাল, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদ আমিনুল রশিদ চৌধুরি বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ডিলিমিটেশনের নামে বরাকের জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি : জিতেন্দ্র
ডিলিমিটেশনের নামে বরাকের জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি : জিতেন্দ্র

Author

Spread the News