প্রধানমন্ত্রী আবাসের টাকা পেলেও ঘর নির্মা‌ণে বাধা, জি‌পি অ‌ফিস ঘেরাও

বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পে‌লেও নির্মা‌ণে বাধা দি‌চ্ছে এক‌টি প্রভাবশা‌লি অসৎ চক্র। এ‌তে চরম সমস‌্যায় প‌ড়ে‌ছেন প্রায় প‌ঁচিশটি প‌রিবা‌রের শ্রমি‌কেরা।‌ বিষয়‌টি বার ক‌য়েক বিভাগীয় কর্তৃপ‌ক্ষের নজ‌রে আনা হ‌লেও সমস‌্যা কা‌টে‌নি ব‌লে অ‌ভি‌যোগ। অব‌শে‌ষে তারা বাধ‌্য হ‌য়ে জি‌পি অ‌ফিস ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ প্রদর্শনের ম‌ধ্যে দি‌য়ে স্মারকপত্র প্রদান ক‌রেন। এ ম‌র্মে ত্রিপুরার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট এলাকার মালাবতি চা বাগানের শ্রমি‌করা জানান, তারা দীর্ঘ বছর ধরে এ বাগা‌নে কাজ করে আসছেন। সম্প্রতি তা‌দের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্ধ হয়। এমনকি ঘর তৈরির জন্য তা‌দের ব‌্যাঙ্ক খাতায় প্রথম কিস্তির টাকাও আসে কিন্তু কোন এক অজ্ঞাত কারণে শ্রমিকদের ঘর তৈরী‌তে বাধা দান করা হ‌চ্ছে। এ‌তে তারা চরম সমস‌্যায় প‌ড়ে‌ছেন। মঙ্গলবার দুপু‌রে পঞ্চায়েত সচিবের হাতে প্রদত্ত স্মারকপত্রে উ‌ল্লেখ করা হয় যে কেন তা‌দের‌ ঘর নির্মা‌নে বাঁধা দেওয়া হ‌চ্ছে। সৃষ্ট সমস‌্যা‌টি খ‌তি‌য়ে দে‌খে তারা সমস্যার জোরা‌লো দা‌বি জানান।

এ নিয়ে জি‌পি সচিব নিজ প্রতি‌ক্রিয়া‌তে শ্রমিক‌দের আশ্বস্ত ক‌রে বলেন, তা‌দের দা‌বি সংক্রান্ত সনদটি ডুকলি আরডি ব্লক কর্তৃপ‌ক্ষের কা‌ছে পাঠানো হ‌বে। পাশাপা‌শি তি‌নি নিজ থে‌কে এই সমস‌্যা সমাধা‌নের প্রচেষ্টা চালা‌বেন। এ‌দি‌কে ভুক্ত‌ভোগী শ্রমিক‌দের কথায় অন‌তি‌বিল‌ম্বে তা‌দের সমস‌্যা সমাধান না হ‌লে তারা গণতা‌ন্ত্রিক উপা‌য়ে বৃহত্তর গণ আ‌ন্দোল‌নের প‌থে পা বাড়া‌তে প্রস্তুত র‌য়ে‌ছেন।

Author

Spread the News