Euro cup : শেষ  ষোলয় ইংল্যান্ড ও অস্ট্রিয়া

২৬ জুন : স্লোভেনিয়ার কাছেও আটকে গেল হ্যারি কেনরা। মঙ্গলবার ইংল্যান্ড-স্লোভেনিয়া ম্যাচ গোলশূন্য শেষ হয়। একাধিক সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাব থ্রি লায়ন্সদের। তবে ড্র করলেও গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে ডেনমার্ক। তিন ম্যাচের মধ্যে একটি জয়, দুটি ড্র। স্লোভেনিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের।

এ দিন অপর ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে পরবর্তী পর্বে অস্ট্রিয়া। এই ম্যাচে গোলের বন্যা বইল বললেও বোধহয় ভুল হবে না। অঘটন ঘটিয়ে পরবর্তী পর্বে পৌঁছে গেল অস্ট্রিয়া। প্রথম পর্বেও ১ গোলে এগিয়েছিল তারা। দ্বিতীয় পর্বে নেদারল্যান্ড গোল শোধ করার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু আরও দুটি গোলের ব্যবধান এদিন বাড়িয়ে দেন অস্ট্রিয়ার রোমানো ও মার্সেল। ফলে ডাচ বাহিনীর হয়ে কোডি, ডিপে দুই গোলের ব্যবধান কমালেও ৩-২ ফলাফলে হারল তারা।

Author

Spread the News