আজ থেকে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

বরাক তরঙ্গ, ১১ জুন : প্রতি বছরের ন্যায় এবছরও শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের ৩৯তম বর্ষপূ্তি উৎসব তিনদিনব্যাপী বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হবে। ১১ জুন বুধবার মন্দির প্রাঙ্গণে গৈরিক পতাকা উত্তোলন ও অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ পরমপূজ্য স্বামী তপনানন্দ গিরি মহারাজ দুপুর ১২ টায় দীক্ষানুষ্ঠান, সন্ধ্যা ৬ টায় আমন্ত্রিত মহাত্মা-মহারাজবৃন্দদের দ্বারা প্রবচন পাঠ অনুষ্ঠান।

আজ থেকে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

১২ জুন ব্রহ্মমুহূর্তে মঙ্গলারতি, ভোর ছয়টায় হরি ওম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা, ৮ টায় রুদ্রাভিষেক,১১ টায় শ্রী শ্রী গুরু পূজা, শঙ্করমঠ ও মিশনের পঞ্চম আচার্যদেব শ্রীশ্রী গুরু মহারাজের ব্যাস পূজা, দুপুর ১২ টায় সাধু ভান্ডারা ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সংগীতানুষ্ঠান, সনাতন ধর্ম সম্মেলন, নৃত্যানুষ্ঠান।১৩ জুন ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী গুরু পূজা, শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞ, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। এই তিনদিনব্যাপী সনাতনী অনুষ্ঠানমালাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে এই অঞ্চলের সবাই ধর্মপ্রাণ ভক্তবৃন্দদেরকে শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান কর্মাধ্যক্ষ স্বামী মহানন্দ গিরি মহারাজ।

Spread the News
error: Content is protected !!