প্রেমের সফল রূপ দিতে ধর্ম বদল যুবকের
বরাক তরঙ্গ, ১১ জুন : প্রেমের সফল রূপ দিতে ধর্ম বদলে দিলেন এক যুবক। এমন এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। শিলচর আরকাটিপুরের লস্কর পদবীর যুবক ধর্ম ত্যাগ করে দাম্পত্য জীবন শুরু করেন। জানা যায়, যুবতী শিলচর ইটখোলা এলাকার বাসিন্দা। তানভির শর্মা হিসাবে নিজের পরিচয় তুলে ধরে যুবক।
যুবকের এক আত্মীয় জানান, সপ্তাহ দিন ধরে সে নিখোঁজ ছিল। মেঘালয়ে কোন কোম্পানিতে কাজ করতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। প্রথম দু’দিন পরিবারের লোকদের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও পরবর্তী সময়ে তার মোবাইল সুইচ বন্ধ পাওয়া যায়। কিছুদিন পর যুবতীর পরিবারের পক্ষ থেকে তানভিরের বাড়িতে একটি ভিডিও এবং ভারত সেবাশ্রম থেকে একটি কপি মোবাইলের সূত্রে পাঠিয়েছেন। ভিডিওতে দেখা যায় ওই যুবক নিজেকে তানভির শর্মা হিসেবে পরিচয় দিয়ে তারা ভালো রয়েছে বলে জানায়। পাশাপাশি যুবতীও তাদের পরিবারকে দুশ্চিন্তা এবং খোঁজাখুঁজি না করতেও জানিয়েছেন। ভিডিওতে দেখা গেছে একজন আইনজীবীও রয়েছেন এবং তাঁর কক্ষে এই ভিডিও রেকর্ডিং করা হয়। আইনজীবী বলেন, তাঁরা অসম থেকে এসেছেন এবং এখানে বিয়েও করেন।
এদিকে, কপিতে দেখা যায়, ওই যুবক গত বছরের সেপ্টেম্বর মাসে অ্যাফিডেবিট করে নিজের ধর্ম এবং নাম পরিবর্তন করেন। বিষয়টি তার পরিবারের কাছে পুরোটাই অজানা ছিল। অবশেষ এমন খবর পেয়ে পরিবারের লোকরা দুশ্চিন্তায় রয়েছেন।
