জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ৫ জুন : জেলা জুড়ে বিভিন্ন সংগঠন বিশ্ব পরিবেশ দিবস পালন করল। সোমবার ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি’ এবং ‘ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দেহরাদুন , ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শিলচরের সহযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। স্কুলে বৃক্ষরোপণের করা হয় এবং অধ্যক্ষ রতন পাল এবং স্কুলের অন্যান্য শিক্ষকদের কাছে প্রচুর সংখ্যক চারা তুলে দিয়েছেন ক্লাব ভ্যালির সদস্যরা। ২০২৩ সালের থিম ‘প্রোটেক্ট প্লাস্টিক পলিউশন’-এর উপর তথ্যমূলক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন দেহরাদুন

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

থেকে বগত ইনস্টিটিউটের রিসোর্স পার্সন সুধায়ু মোদক। তাঁর তথ্যপূর্ণ কথা সেখানে উপস্থিত শত শত লোকদের চোখ খুলে দেয় এবং উনার বক্তব্য খুব ফলপ্রসূ ছিল। সচেতনতামূলক অনুষ্ঠান শুরুর আগে শঙ্কর ভট্টাচার্য (ক্লাব ভ্যালির সভাপতি), চন্দ্রাবতী রায় (প্রকল্প চেয়ারপারসন), সুধায়ু মোদক এবং তার দলের, দেরাদুন থেকে আগত, ইউজিন লামারি, রেনু কুমারী এবং মোয়ামেনলা জমিরকে স্কুল কর্তৃপক্ষ সংবর্ধনা দেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব ভ্যালি সম্পাদক সঞ্জীব রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়, অশোক কুমার যাদব, অনিমেষ ভট্টাচার্য, কনকেশ্বর ভট্টাচার্য, মধুচন্দা চৌধুরী, বন্দিতা ত্রিবেদী রায়, মৃণাল দে, সুমিতা ভট্টাচার্য, মুক্তার হুসেন, কঙ্কা বিশ্বাস, ইলোরা বেগম প্রমুখ। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র এবং এনএসএস গ্রুপ এই পর্যবেক্ষণে সাহায্য করেছে । সবার মাঝে মিষ্টি বিতরণের পর পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই দিবস উপলক্ষে ক্লাব ভ্যালি মালুগ্রাম শিলচরের শিশু বিদ্যা নিকেতন এবং স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষের কাছে অনেক চারা তুলে দিয়েছে।

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার : ‘বিশ্ব উঞ্চায়ন ও পরিবেশ দূষণ’- শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিলচরের সরকারি পেনসনার্স ভবনে। সংগঠনের শিলচর চাপ্টারের আহ্বায়ক অনন্যা দত্তের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল জীববিজ্ঞানের শিক্ষিকা ঝুমুর সাহা। তিনি পরিবেশ দূষণ বিশ্ব উঞ্চায়ন বৃদ্ধিতে কীভাবে সরাসরি প্রভাব ফেলে তা বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে গতকাল একই স্থানে অনুষ্ঠিত অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়াও এদিন সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয় এবং পরিবেশ দূষণ রোধে সারা বছর নানা ধরনের কার্যসূচি পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ও আজ অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামুল হুক লস্কর, অবিজ্ঞান দেব চৌধুরীর, বাহারুল ইসলাম মাঝারভূইয়া, অভিষেক গুপ্ত অনন্য দত্ত, রাহুল সাহা, ছাবির আহমেদ প্রমুখ।

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জোয়া : শিলচর গভর্নমেন্ট ডেন্টাল কলেজে সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করল জার্নালিস্ট ইউনিয়ন অব আসাম বরাক ভ্যালির জোনাল কমিটি। এদিন বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ রবি কান্নান ও ডাঃ ভাস্কর গুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে বৃক্ষ রোপন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এরপর আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ সংরক্ষনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এদিন সংস্থার তরফে সমীরণ চৌধুরী, বিকাশ চক্রবর্তী, বিশ্বজিৎ আচার্য, নুরুল হুদা, রাণু দত্ত, দিপ্তাভ দাস, সুরজিৎ চক্রবর্তী, বিজিত দাস সহ শিলচর ডেন্টাল কলেজের তরফে অধ্যক্ষ মঞ্জুলা দাস, সঞ্জয় দত্ত ও কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

সারা ভারত কৃষক সভা : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলো সারা ভারত কৃষক সভা। শ্রীকোণাতে কৃষক সভার সদস্যরা বৃক্ষ রোপন করে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব ও মনোরঞ্জন ভদ্র। বক্তারা বলেন, বিশ্ব পরিবেশ দিবসে এবারের ভাবনা প্রতিহত কর প্লাস্টিক দূষণ। বর্তমানে পুঁজিবাদী সমাজবাবস্থায় জল-জমি-জঙ্গল সহ প্রাকৃতিক সম্পদ কর্পোরেট বড় বড় পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। ব্যক্তিগত লাভের জন্য পরিবেশকে ধ্বংস করা হচ্ছে সরকারের ঐ ব্যাপারে কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। প্লাস্টিক দূষণ এর প্রভাব মানব সভ্যতায় এসে পড়ছে বলে তারা উল্লেখ করেন।

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

পূর্বালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা : শিলচর হাইলাকান্দি রোডে থাকা ডিভাইডারের মধ্যে সংস্থার প্রাক্তন, প্রয়াত ও বর্তমান সদস্যদের নামযুক্ত মোট ৫১ টি বিভিন্ন ধরনের ফল ও ফুলের বৃক্ষ রোপন করা হয়। আজকের দিন সংস্থাটির ৫১ বছর পূর্তি হয়েছে বলে। সেইসঙ্গে জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বৃক্ষরোপণ কার্যসূচী করা হয়েছে। ডঃ কামরুল ইসলাম লস্কর বলেন, আমরা সবাই জানি পরিবেশ ও মানুষের মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ যেমন একটু একটু করে তার পরিবেশ গড়ে তুলেছে, তেমনি সভ্যতার চরম লগ্নে এসে সেই মানুষই আবার তার পরিবেশকে নানা উপায়ে ধ্বংস করে চলেছে। ফলস্বরূপ, মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক নিশিথ চক্রবর্তী, সহসভাপতি সুশীল বণিক, প্রণব চৌধুরী,সুব্রত ভট্টাচার্য, শান্তনু সেনগুপ্ত, পার্থপ্রতিম দাস, মলয় ভট্টাচার্য, নবারুণ চক্রবর্তী, পুষ্পিতা নাথচৌধুরী, কিশোর বিশ্বাস প্রমুখ।

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

বিবেক বাহিনী : বৃক্ষ রোপণ কর্ম সূচির মাধ্যমে বিশ্ব পরিবেশন দিবস পালন স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক বাহিনী। সংস্থার পঞ্চাশ বছর পূর্তি  উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে  রংপুর হাইস্কুলের সামনে ৩০০ মিটার  লম্বা ডিভাইডারে বাগান বিলাস যা কাগজে ফুল নামে পরিচিত এই রকম ১০০ টি ফুলের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।     কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিবেক বাহিনীর সভাপতি সুখময় ভট্টাচার্য।  বিবেক বাহিনীর উপসভাপতি প্রবীর  রায়চৌধুরী, পীযূষকান্তি  চক্রবর্তী সাধারন সম্পাদক আইনজীবী  শেখর পাল চৌধুরী, নিরঞ্জন ধর, রবীন্দ্রনাথ পাল, পিংকু রঞ্জন পাল, জয়দীপ চৌধুরী, শুভ্র আচার্য, দীপককুমার পাল, সঞ্জু নাথ, ভাস্বতী পাল, জহর দে মজুমদার, গোপাল পাল, দেবজ্যোতি বণিক, শান শুক্রবৈদ্য, সুপ্রদীপ পাল চৌধুরী প্রমুখ। এছাড়াও শিলচর ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের পক্ষে অয়াসিস্টেন্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনুপ ভট্টাচার্য, আলিউর  হোদা, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এম আবেদিন, সৌমেন দাস রংপুর হাইস্কুলের উপপ্রধান শিক্ষক বদরুল আহমেদ বড়ভূইয়া ও শিক্ষক  শিক্ষিকারা।

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

শ্রী শ্রী ভৈরব সংস্কৃত বিদ্যালয় : প্রতি বছরের ন্যায় এবারও শিলচর চিরুকান্দি রোড শ্রী শ্রী ভৈরব সংস্কৃত বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান অধ্যাপিকা পূরবী ভট্টাচার্য পরিচালনায় স্কুল প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষ রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অনন্ত বিজয় ভট্টাচার্য বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক বিশ্বজ্যোতি গোস্বামী, শিক্ষিকা নুপুর চক্রবর্তী, শ্যামল ভট্টাচার্য প্রমুখ।

হাফসা ফাউন্ডেশন : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। হাফসা গ্রিন আর্থ ট্রি প্লান্টেশন অধীনে বাম অঞ্চলের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ ও কবরগাহ প্রাঙ্গণে রোপণ করা ৫৫০টিরও বেশি গাছের পরিচর্যার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (ইউএসটিএম) এর সঙ্গে অংশীদারিত্বে গ্রিন আর্থ ট্রি প্ল্যান্টেশন প্রকল্প। বাম বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল হক বড়ভূইয়া, এর  সক্রিয় নেতৃত্বে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বাম বিদ্যাপীঠ প্রাঙ্গণে বহুবর্ষজীবী বৃক্ষ রোপনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পরিবেশ দিবস উদযাপন

লক্ষীপুর শ্রীশ্রী লোকনাথ সেবা সমিতি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষীপুর শ্রীশ্রী লোকনাথ সেবা সমিতি পক্ষ থেকে  লক্ষীপুর শহরের ১ নং ওর্য়াডের প্রায় কুড়িটি বৃক্ষ রোপন করা হয়। এদিন উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কাজল মালাকার, সম্পাদিকা চম্পা দাস, সহসম্পাদক বিশ্বজিৎ রায়, পম্পা দাস সীমা রায়, মিতালী রায়, দেবজিৎ রায়, প্রিয়া দাস, সুধীর পাল প্রমুখ।

Author

Spread the News