বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : মানবসেবার উদ্দেশ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে লিও ক্লাব অব শিলচর কেয়ার। ক্যাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারে ১০ জানুয়ারি, শুক্রবার এই রক্তদান শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়। শিবিরের সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শিবিরে মোট ১২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লিও সোয়েতা দে, লিও শুভজিৎ পাল, লিও স্নেহা পাল, লিও স্বরূপ চৌধুরী, লিও উপাসনা দে, লিও রণধীর দত্ত এবং লিও তানয়া চক্রবর্তী। এছাড়াও লিও ক্লাব অব শিলচর কেয়ারের আরও কয়েকজন সদস্য এই মহৎ উদ্যোগে রক্তদান করেন।
রক্তদান শিবির চলাকালীন ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ সবনম বাহার বড়ভূইয়া, কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান সুপারভাইজর জহিরুল ইসলাম, টেকনিশিয়ান শান্ত সিনহা, অঞ্জলি সিনহা প্রমুখ সম্পূর্ণ প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন এবং রক্তদাতাদের স্বাস্থ্যগত সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের প্রতি বিশেষ নজর রাখা হয়। সংগৃহীত রক্ত ক্যানসার সহ বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা জানান।
শিবির শেষে রক্তদাতাদের মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ প্রত্যেক রক্তদাতাকে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বেচ্ছায় রক্তদান শুধু একজন রোগীর জীবন বাঁচাতে সাহায্য করে না, বরং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে তোলে। ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই স্বেচ্ছাসেবী রক্তদান শিবির আয়োজন রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
শিবির পরিচালনায় ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত। সক্রিয় সহযোগিতায় ছিলেন লিও কেয়ারের প্রাক্তন সভাপতি তথা ফোরামের কাছাড় জেলা কমিটির কার্যকরী সদস্য সংখ্যায়ন পাল, লিও কেয়ারের প্রাক্তন সভানেত্রী তথা ফোরামের মহিলা শাখার সদস্য সোয়েতা দে প্রমুখ। এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়েছে।



