বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : রাজ্যে ফের পুলিশের এনকাউন্টার। শনিবার রাতে পুলিশের গুলিতে আহত হয় এক মাদক ব্যবসায়ী। ঘটনাটি বরপেটা জেলার। আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। আনোয়ার তারাবাড়ির একজন মাদক মাফিয়া।
পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় গুলি চালানো হয়। এতে তার বাম পায়ে গুলি লাগে। আনোয়ার হোসেন বর্তমানে FAAMCH হাসপাতালে ভর্তি আছে।


