দুর্ঘটনায় মৃত্যু নির্বাচনের ফ্লাইং স্কোয়াডের অফিসার, আহত ৪ নগাঁওয়ে
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : নগাঁও চামগুড়ির হাঁহছারা বরালি গ্রামে ৩৭ নং জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় নির্বাচনী কাজে নিয়োজিত এক সরকারি প্রকৌশলী নিহত হয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার সকালে।
জানা যায়, দ্রুতগামী ম্যাক্সিমো গাড়ি বরালি গ্রামের চার লেনের দাড় করা একটি ট্রাককে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় গাড়িতে পাঁচজন ছিলেন। তারা সবাই নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। পাঁচজনই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে চামগুড়ি পুলিশ ও স্থানীয়রা।
আহতদের উন্নত চিকিৎসার জন্য নগাঁও মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। জয়ন্ত ক্রো নামে নিহত ব্যক্তি নগাঁও মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মারা যান। জয়ন্ত লোকসভা নির্বাচনের ফ্লাইং স্কোয়াডের অফিসার ছিলেন। জয়ন্ত ক্রো কাথিয়াতলী উন্নয়ন অঞ্চল, নগাঁও-এর একজন সহকারী প্রকৌশলী।