ভুবনতীর্থে ঢল, পুজো দিলেন লক্ষধিক ভক্ত
দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শৈবতীর্থ ভুবনে ঢল নামল পূর্ণ্যার্থীর। বুধবার সকাল ৯ টার পর চতুর্দশী তিথি শুরু হয়েছে শেষ হবে বৃহস্পতিবার সাকাল ৯ টায়। তাই চতুর্দশী তিথিতে ভুবনবাবার পুজো দিতে বুধবার সকাল থেকে হাজার হাজার শিব ভক্তদের পাহাড়ে উঠতে দেখা যায়। রাতে জনসমুদ্রের রূপ নেয়। আর এতে ভুবন মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিগত দিনের সব রেকর্ড ভেঙে কয়েক লক্ষ পূণ্যার্থী ভুবনবাবার পুজো দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত চতুর্দশী তিথি থাকার কারণে পূর্ণ্যার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে, এবার ভুবনমেলাকে কেন্দ্র করে কটুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ভুবন পাহাড়ে উঠার কৃষ্ণপুর ও মতিনগর দুটি রাস্তায় বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন পুলিশ, মহিলা পুলিশ, সিআরপিএফ জওয়ান, এডিআরএফ বাহিনী। এছাড়া অসম আবগারি বিভাগের পক্ষ থেকে দু’টি রাস্তায় চেকিং গেট বসানো হয়েছে । এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চব্বিশ ঘণ্টা হেল্প ক্যাপ খোলা রয়েছেন। কৃষ্ণপুর ও মতিনগরে খোলা হয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রলরোম।

এ দিকে, মঙ্গলবার ত্রয়োদশী তিথিতে কয়েক লক্ষ পূণ্যার্থী ভুবন পাহাড়ের চুড়ায় থাকা ভুবনবাবার মন্দিরে পুজো দেন বলে জানা গেছে ।