পুথনি মাতৃহত্যাকাণ্ড : দু’দিনের রিমান্ডে ছেলে ও সহযোগী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার পাথারকান্দির পুথনি চা-বাগানে মাতৃ হত্যাকারী রঘুনাথ চৌহান ও তার সহযোগী মধু নায়েককে দুই দিনের রিমান্ডে নিল পুলিশ। বুধবার দুপুরে শ্রীভূমি জেলা সিজেএম আদালতে সোপর্দ করে পাথারকান্দি পুলিশ। আদালত অভিযুক্তদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন পাথারকান্দি থানার ওসি। জানা গেছে, প্রায় আঠারো দিন আগে পুথনি বাগানের বিধবা লক্ষ্মী চৌহান রহস্যজনকভাবে নিখোঁজ হন। প্রথমদিকে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও এক সময়ে সন্দেহ দানা বাধতে থাকে গ্রামবাসীর মনে। নিহতের একমাত্র পুত্র রঘুনাথ প্রথমে জানায় তার মা ত্রিপুরায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। কিন্তু স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, সেখানে তার কোনও সন্ধান নেই।এরপর সোমবার সন্ধ্যায় গ্রামবাসীরা রঘুনাথকে চেপে ধরলে এক চাঞ্চল্যকর সত্য সামনে আসে। অকপটে স্বীকার করে, সে-ই নিজের জন্মদাত্রীকে নির্মমভাবে হত্যা করেছে এবং বাড়ির পাশেই মাটিচাপা দিয়ে রেখেছে! এ কাজে তাকে সহায়তা করেছিল মধু নায়েক নামে এক ব্যক্তি।

ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও ফরেনসিক টিমের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সিভিল হাসপাতালে পাঠায়। রঘুনাথ পুণেতে কাজ করত। সম্প্রতি বাড়ি ফিরে বিয়ের প্রসঙ্গে মায়ের সঙ্গে তার বচসা হয়। সেই তুচ্ছ ঘটনাই এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ বলে মনে করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কিনা, তা তদন্ত করছে পুলিশ।

পুথনি মাতৃহত্যাকাণ্ড : দু'দিনের রিমান্ডে ছেলে ও সহযোগী

এদিকে বুধবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ শ্রীভূমি সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পাথারকান্দি থানার ওসি। পরিবারের কেউ এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Author

Spread the News