দেশের আশি শতাংশ জনগণ “এক দেশ‌, এক নির্বাচন”র পক্ষে শিলচরে অভিমত

বরাক তরঙ্গ, ২২ মার্চ : সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চ- উদ্যোগে শিলচরে “এক দেশ এক নির্বাচন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার শিলচর গান্ধী ভবনে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিরঞ্জন রায়, প্রাক্তন অধ্যাপক ড. বিভাস দেব, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, আইনজীবী ধর্মানন্দ দেব, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়।

দেশের আশি শতাংশ জনগণ “এক দেশ‌, এক নির্বাচন”র পক্ষে শিলচরে অভিমত

আলোচনা সভায় উপস্থিত সবাই বক্তব্যে রাজনৈতিক স্থায়ীত্ব বজায় রাখতে হলে “এক দেশ এক নির্বাচন”কে বিষয়ে সহমত পোষন করেন। তাঁরা সবাই বলেন, দেশের আশি শতাংশ জনগণ এক দেশ‌ এক নির্বাচনের পক্ষ রয়েছেন, তাই এই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, এই আইন প্রণয়ন হলে দেশের সার্বিক উন্নয়ন ঘটবে। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নবেন্দু বনিক, রাজ্য বিজেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ, ভিএইচপি নেতা স্বপন শুক্লবৈদ্য, আইনজীবী তুহিনা শর্মা, বিজেপি কর্মকর্তা রসরাজ দাস, বিশিষ্ট সাংবাদিক বিকাশ চক্রবর্তী, প্রাক্তন অধ্য়াপক চন্দন দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপ্লব দে, আহ্বায়ক সৌমিত্র দত্ত রায় ও দিলু দাস।

দেশের আশি শতাংশ জনগণ “এক দেশ‌, এক নির্বাচন”র পক্ষে শিলচরে অভিমত
Spread the News
error: Content is protected !!