বন্য মাশরুম খেয়ে অসুস্থ আট পুলিশ কর্মী

বরাক তরঙ্গ, ১৩ মে : বন্য মাশরুম খাওয়ার অভিযোগে ধেমাজি জেলায় আটজন অসম পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাইকে ধেমাজি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় অসম-অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে গোগামুখ এলাকায়। কর্মকর্তারা জানান, কয়েকজন পুলিশ সদস্য পানবাড়ি বিওপির রান্নাঘরে বন্য মাশরুম নিয়ে আসেন এবং তারা আলাদাভাবে রান্না করেন।

“তাঁরা এটি খাওয়ার প্রায় ত্রিশ মিনিটের পরে, তাঁরা বমি করতে শুরু করেন। তাঁরা একের পর এক অসুস্থ হয়ে পড়েন এবং তাদের সঙ্গে সঙ্গে  হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে সূত্রে জানা যায়।

ধেমাজি জেলার পুলিশ সুপার হিতেশ রায়ের মতে, তাঁরা মাশরুম খাওয়া এই প্রথম নয় তবে এমন ঘটনা কখনও ঘটেনি।

“সবাই মাশরুম খায় না কিন্তু কিছু পুলিশ কর্মী আলাদাভাবে রান্না করতেন। আগেও তাঁরা বন্য মাশরুম সংগ্রহ করে খেয়েছিল। কিন্তু এবার, তারা বিষাক্ত মাশরুমগুলোকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে আমার ধারণা,” বলেন এসপি।

ধেমাজি সিভিল হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ কর্মীরা হলেন সিরুজ মোরা, প্রাণজিৎ গায়ারি, ধানমনি চেটিয়া, আদিশ্বর দল, সুশাকা বারকাটকি, নীতিশ বর্মন, রূপকুমার সাংমাই এবং ভার্গব বরুয়া। চিকিৎসকরা জানিয়েছেন, সিরুজ মোরাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

তাদের বেশিরভাগই শঙ্কামুক্ত এবং কয়েক দিনের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান এসপি। তিনি বলেন, “আমরা আমাদের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি তারা যে খাবার তৈরি করছে সেদিকে নজর রাখতে, যাতে আমরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে পারি।” ছবি প্রতীকী।

Author

Spread the News