শনি ও রবিবার পাহাড় লাইনে আটটি যাত্রীবাহী ট্রেন বাতিল
বিপাকে ঈদ উপলক্ষে আসা যাত্রীরা
বরাক তরঙ্গ, ১৫ জুন : আগামী দু’দিন শনি ও রবিবার লামডিং বদরপুর হিল সেকশনে আটটি যাত্রীবাহী ট্রেন বাতিল করল উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এই দু’দিন ডিমা হাসাও জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গুয়াহাটির আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করায় ট্রেনগুলো বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সোমবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এজিএম) রবিলেশ কুমার। তিনি জানান, মাঝারি দূরত্বের ট্রেন পরিষেবা বাতিল করা হলেও দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু রয়েছে। শনিবার গুয়াহাটির মালিগাঁওয়ের এনএফ রেলওয়ের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন এজিএম রবিলেশ কুমার। এজিএম বলেন, ভারী বৃষ্টিপাতের জেরে লামডিং-বদরপুর হিল সেকশনের নিউ হাফলং রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি জায়গায় ট্র্যাকে পাহাড় থেকে ধস নেমে আসার জেরে ওই রুটে যাতায়াতকারী পাঁচটি ট্রেন আটকে রাখা হয়েছে বিভিন্ন স্টেশনে। তবে রেলে কর্মীরা যুদ্ধকালীন ভাবে ধস সরিয়ে ট্র্যাক পরিষ্কার করে আটকে রাখা ট্রেনগুলি চালু করা হয়েছে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে হিল সেকশনে ট্রেনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটারে নিয়ন্ত্রণ করা হয়েছে। এজিএম রবিলেশ কুমার বলেন, লামডিং-বদরপুর রেলপথ যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন ডিমা হাসাও সহ বরাক উপত্যকার তিনটি জেলা ও প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েন।
এদিকে ঈদের মুখে উত্তর পূর্ব সীমান্ত রেল শনিবার ও রবিবার পাহাড় লাইনে আটটি যাত্রীবাহী ট্রেন বাতিল করায় গুয়াহাটি ও লামডিং স্টেশনে আটকা পরেছেন অনেক রেলযাত্রী। ঈদে বাড়ি ফেরার অপেক্ষায় শনিবার ও রবিবার যারা এসব ট্রেনে আসন সংরক্ষণ করেছিলেন আচমকা এসব ট্রেন বাতিল হওয়ায় অসংখ্য রেলযাত্রী এবার প্রচণ্ড দূর্ভোগের মুখে পরেছেন। গুয়াহাটির হাওয়া দফতর ডিমা হাসাও জেলায় আগামী দুদিন ভারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়ে যে লাল সতর্কতা জারি করেছে এর পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শনিবার ও রবিবার ১৫৬১৫ গুয়াহাটি শিলচর,১৫৬১৬ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস। ১৫৬১৭ গুয়াহাটি দুল্লভছড়া, ১৫৬১৮ দুল্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস। ১৫৬১১ রঙিয়া শিলচর, ১৫৬১২ শিলচর রঙিয়া এক্সপ্রেস। ১৫৬৪১ শিলচর নিউতিনসুকিয়া, ১৫৬৪২ নিউতিনসুকিয়া শিলচর বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে দেয়। তাছাড়া শনিবার রাত ৭ টায় আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হওয়া দেওঘর এক্সপ্রেসের যাত্রা পুননির্ধারন করা হয়েছে। দেওঘর এক্সপ্রেস ট্রেনটি এখন শনিবার রাত ৭ টার পরিবর্তে রাত ১১ টা ৩০ মিনিটে আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হবে। এদিকে ডিমা হাসাও জেলায় বৃষ্টির দরুন হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাওয়ের কাছে ধস নেমে সড়ক পথ ও বন্ধ হয়ে পড়েছে।