জারুলতলায় রাধা মাধব সেবাশ্রমে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : জারুলতলা ফরেস্ট ভিলেজস্থিত শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রমে অষ্টপ্রহর মহানাম যজ্ঞ সম্পন্ন। জারুলতলা রাধা মাধব সেবাশ্রম প্রাঙ্গনের পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী সনাতন দাস গোস্বামী গত ২ এপ্রিল দেহত্যাগ করেন। তাঁর দিবসিতে বৈষ্ণবসেবা উপলক্ষে শ্রী শ্রী অষ্টপ্রহর মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়। ১৩ এপ্রিল বৃহস্পতিবার শুভ অধিবাস, ১৪ এপ্রিল শুক্রবার নাম সুধা ও মহাপ্রসাদ বিতরণ। ১৫ এপ্রিল দধি  ভঞ্জনের মাধ্যমে অষ্টপ্রহর মহানাম যজ্ঞের সমাপন হয়। মহানাম যজ্ঞে নাম সুধা বিতরণে ছিলেন ভক্ত প্রাণ সম্প্রদায় ভূবনডর, গৌড় নিতাই সম্প্রদায় বিষ্ণুপুর, শ্রীকৃষ্ণ সম্প্রদায় রুখনি চা বাগান, জগবন্ধু সম্প্রদায় ওয়েস্ট জালেঙ্গা।

মহানাম যজ্ঞ পরিচালনা সহযোগিতায় ছিলেন রাসবিহারী গোস্বামী, হিমাংশু দাস গোস্বামী, অনন্ত দাস গোস্বামী, ধীরেন্দ্র দাস গোস্বামী, মণিমালা মাল, অভিজিৎ মাল, সঞ্জীব কুমার মাল, অনি কুমার মাল, অজয় রায়, নিরন মাল, সুজন তাঁতি, বিশাল মাল, সন্তোষ মাল, রুবুল মাল, অনিল মাল, রবীন্দ্র মাল, শেখর রায়। মহানাম যজ্ঞ পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতি কর্মকর্তারা। মহানাম যজ্ঞ সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ায় সকল ভক্তবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির সভানেত্রী বিনতা মাল।
প্রতিবেদক : বিবেক দাস, ভাগা।

Author

Spread the News