দেশজুড়ে কার্যকর ‘কা’
১১ মার্চ : দেশজুড়ে কার্যকর হল ‘কা’। সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হয় বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি জারি মাত্রই কার্যকর হয়ে গেল এই আইন।
গত কয়েকঘন্টা ধরে জোর জল্পনা, নির্বাচনের প্রাক্কালে, দেশ জুড়ে চালু হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন। আর সোমবার সেই সংক্রান্ত ঘোষণা করবে কেন্দ্র। অপেক্ষা ছিল ঘোষণার। কয়েক বছর আগে সিএএ প্রস্তাব আনে মোদি সরকার। বিল পাশও হয় সংসদে। ২০১৯ সালের ১২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দেন। অপেক্ষা ছিল বিজ্ঞপ্তি জারির।
এবার থেকে বাংলাদেশ-পাকিস্তান- মতো দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব পাবেন। বলাই বাহুল্য ওই তিন দেশের সংখ্যালঘু হিসেবে ভারতে বিবেচিত হবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং জৈনরা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন পনেরো আগেই ঘোষণা করেছিলেন, নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে দেশে। লোকসভার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন বহু মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে, তেমনি এই বিষয়টি ভোটের অন্যতম ইস্যু হয়ে উঠবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।