মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : এক ঝাটিকা সফরে এসে শ্রীভূমি জেলার পাথারকান্দির সীমান্তবর্তী খাগরাবাজার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনজাতি অধ্যুষিত গ্রাম বুধবার সকালে পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। এলাকার ঘন বনাঞ্চলে বসবাসরত রাংলং ও চোরেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি, শোনেন তাঁদের নিত্যদিনের সমস্যা ও চ্যালেঞ্জের কথা। মন্ত্রী যেসব গ্রাম পরিদর্শন করেন মানিকবন্ড (চোরেই) বালিয়া পুঞ্জি (রাংলং) পিপলা পুঞ্জি (রাংলং) জৈরাল (রাংলং) লাংখনফৌং (রাংলং) কুলিচেরা (চোরেই)কদমতলা (চোরেই) মাগুরা (জনজাতি সম্প্রদায়) দুর্গম ও বনবেষ্টিত এই বসতিগুলোর মানুষের দীর্ঘদিনের বুনিয়াদি সমস্যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানীয়জল, রাস্তা–ঘাটসহ নানা জরুরি প্রশ্ন মন্ত্রীর সামনে তুলে ধরেন স্থানীয়রা। রণোজ পেগু প্রতিটি অভিযোগ ও দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।মন্ত্রী জানান, সরকার এইসব জনজাতি অধ্যুষিত অঞ্চলের সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, আমাদের প্রশাসন এসব দূরবর্তী গ্রামবাসীর প্রয়োজন পূরণে আন্তরিকভাবে কাজ করছে। খুব শীঘ্রই উন্নয়নমূলক পদক্ষেপগুলোর দৃশ্যমান পরিবর্তন মানুষ অনুভব করবে।শিক্ষা মন্ত্রীর এই পরিদর্শনে এলাকাবাসীর মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, অবহেলিত এই জনপদগুলো এবার সত্যিই উন্নয়নের মূলধারায় যুক্ত হবে।


