জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষাই একমাত্র বিকল্প : ত্রিদীব রায়

হাইলাকান্দিতে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের সহায়ক সামগ্রী প্রদান

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : সর্বস্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে আহ্বান জানালেন ত্রিদিব রায়। তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষাই একমাত্র বিকল্প। বৃহস্পতিবার থেকে সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত হাইলাকান্দি জেলায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মধ্যে সহায়ক সামগ্রী প্রদান শুরু হল। এবছর  হাইলাকান্দি জেলার তিনটি শিক্ষা খণ্ডে মোট ১২৬ জন ছাত্রছাত্রীকে শিক্ষা বিভাগের পক্ষ থেকে সহায়ক সামগ্রী প্রদান করা হবে।

এ দিন আনুষ্ঠানিক ভাবে হাইলাকান্দি শিক্ষা খণ্ডের ৮০ জন ছাত্রছাত্রীকে সহায়ক সামগ্রী প্রদান পর্ব শুরু করেন শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা জেলা মিশন সমন্বয়ক ত্রিদীব রায়। এমর্মে হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ডিপিও (আইই) কমলেশ জীবন শর্মা জানান, গত জুন মাসে ভারত সরকারের  এলিমকো এর পক্ষ থেকে ছাত্র ছাত্রী দের বাছাই করা হয়। ত্রিদীব রায় এধরনের উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষাই একমাত্র বিকল্প : ত্রিদীব রায়

এদিনের অনুষ্ঠানে হাইলাকান্দি শিক্ষা খণ্ডের আধিকারিক মনোজ কৈরী সমগ্র শিক্ষার এধরণের প্রয়াসের সাধুবাদ জানান এবং অভিভাবকদের তাদের শিক্ষার প্রতি আরও সচেতন হতে আহ্বান জানান। একই ভাবে উৎসাহিত করেন কাটলীছড়া শিক্ষা খণ্ডের আধিকারিক নজমুল হক লস্কর। এছাড়া ও সক্ষম সংস্থার জেলা সভাপতি শংকর চৌধুরী বলেন সর্ব ভারতীয় দিব্যাঙ্গ জনের সংস্থা সক্ষম দিব্যাঙ্গ দের স্বার্থে সদা তৎপর রয়েছে। তিনি সমগ্র শিক্ষা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য রাখেন ফিনান্স ও অ্যাকাউন্টস অফিসার দীপন চক্রবর্তী সহ আরপি সাইদুল্লা লস্কর, বাহার ইসলাম লস্কর, আক্তার হোসেন চৌধুরী  প্রমুখ।

জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষাই একমাত্র বিকল্প : ত্রিদীব রায়
জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষাই একমাত্র বিকল্প : ত্রিদীব রায়

Author

Spread the News