সিবিআইয়ের হাতে গ্রেফতার ইডি অফিসার

৩০ মে : ওডিশার এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ। সিবিআইয়ের হাতে গ্রেফতার ইডি অফিসার। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে বমাল ধরা পড়েন ওই আধিকারিক।

২০১৩ সালের ব্যাচের আইআরএস অফিসার চিন্তন রঘুবংশী। একটি দুর্নীতির মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এই ইডি অফিসার। সিবিআই সূত্রে খবর, এক ব্যবসায়ীকে গত মার্চ মাসে ভুবনেশ্বরের ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেখানেই ওই ব্যবসায়ীর নামে থাকা মামলা তুলে নেওয়ার জন্য ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ।

এরপর ওই ব্যবসায়ী সিবিআইয়ের দ্বারস্থ হন। তাঁর দাবি, ৫ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল তাঁর কাছে। এত পরিমাণ টাকা ইডি অফিসারকে দিতে রাজি ছিলেন না ওই ব্যবসায়ী। তবে টাকা দেওয়ার জন্য বারবার তাঁকে চাপ দেওয়া হত বলে অভিযোগ। শেষে ওই ইডি অফিসারের সঙ্গে ২ কোটি টাকার ‘ডিল’ হয়। এর মাঝেই সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। সিবিআই তদন্তে নেমে বৃহস্পতিবার অভিযুক্ত ইডি অফিসারের বাড়িতে অভিযান চালায়। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই ইডি অফিসারকে গ্রেফতার করা হয়।

সিবিআইয়ের হাতে গ্রেফতার ইডি অফিসার
Spread the News
error: Content is protected !!