মিজোরামে গভীর খাদে পণ্যবাহী লরি, আহত চালক ও সহচালক
বরাক তরঙ্গ, ৩০ মে : মণিপুরের চুড়াচাঁদপুর থেকে আদা বোঝাই করে ভাগাবাজারের উদ্দেশ্যে আসার পথে চুড়াচাঁদপুর-আইজল সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল একটি পণ্যবাহী লরি। পাহাড়ের জল-কাদায় থৈ থৈ সড়কে বাক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে আদা বোঝাই লরি গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় চালক ও সহচালক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার।
জানা গেছে, দুর্ঘটনার শিকার লরির মালিক, চালক ও সহচালক সবাই কাছাড় জেলার ধলাই থানা এলাকার রুকনী দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মিজোরামের সড়কগুলির বেহাল দশা বর্তমানে চরম আকার ধারণ করেছে। বর্ষাকালে এই সড়কগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কোথাও রাস্তায় জল-কাদায় থৈ থৈ অবস্থা, আবার কোথাও সড়কের চিহ্ন খুঁজে পাওয়াও কঠিন। বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে নামছে ধস, আর নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য নিয়ে মিজোরামে যাতায়াত করছেন গাড়ির চালক ও নিত্যযাত্রীরা।
