কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি

৩০ এপ্রিল : অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ইডিকে প্রায় ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট জানতে চায়, ভোটের মুখেই কেন গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অধ্যক্ষকে।

কেজরির আইনি পরামর্শদাতা কৌঁসুলিরাই এই প্রশ্ন তোলেন শীর্ষ আদালতে। তার ভিত্তিতে ইডিকে জবাব দিতে বলেছে আদালত।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি-গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। গতকাল সোমবার এবং আজ, মঙ্গলবার দুদিন ধরে শুনানি চলছে। সেই শুনানিতে এদিন ইডিকে লোকসভার আগে কেন অরবিন্দকে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি সঞ্জীব খান্না বলেন, স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনারাও অগ্রাহ্য করতে পারেন না। কিন্তু, ভাবার বিষয় এই যে, গ্রেফতার করা হল কোন সময়ে। অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য ঠিক ভোটের সময় গ্রেফতার করা হল কেন, জানতে চেয়েছে বেঞ্চ।

আপের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে বলেন, এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা অপরাধের কোনও কূল খুঁজে পায়নি। তাছাড়া এই মামলায় আপ প্রধানের জড়িত থাকার কোনও প্রমাণ দাখিল করতে পারেনি। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আগামী ৩ মে ইডির জবাব তলব করেছে। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চে এই আবেদনের পরবর্তী শুনানি হবে ওইদিনই। খবর : দ্য ওয়াল।

Author

Spread the News