মিজোরামে এস্ককেভেটর দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব গোবিন্দপুরের যুবক

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : মিজোরামের থাইপং নামক স্থানে এস্ককেভেটর দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কবির হোসেন বড়ভূইয়া। বয়স অনুমান ৪৫ বছর। তিনি মুমিনুর রহমান বড়ভূইয়ার ছেলে। পেশায় এস্ককেভেটর চালক কবির হোসেন। মাত্র তিনদিন আগে বাড়ি থেকে সেখানে গিয়ে কাজে যোগদান করেন। গোদারা কনস্ট্রাকশন কোম্পানির এস্ককেভেটর চালাতেন কবির।

মিজোরামে এস্ককেভেটর দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব গোবিন্দপুরের যুবক

রবিবার সকালে মিজোরামের থাইপং নামক স্থানে এস্ককেভেটরটি দুর্ঘটনার কবলে পড়ে। এস্ককেভেটরের নিচে পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে চালকের। ঘটনার খবর পেয়ে সেখানকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

অত্যন্ত সহজ নম্র ভদ্র স্বভাবের এই যুবকের মৃত্যুর খবর আসতেই গোবিন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। অগনিত মানুষ মৃতদেহ বাড়িতে নিয়ে আসার অপেক্ষায় রয়েছেন। হত চালকের পরিবারে রয়েছেন বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে।    

Spread the News
error: Content is protected !!