আন্তরাজ্য দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিলচরের দেবারতি
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : প্রত্যাশা মতই ৪৭তম আন্তরাজ্য দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শিলচরের দেবারতি দে। শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত ফাইনালে দেবারতি দে অনূর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে এবারও চ্যাম্পিয়ন হল। দেবারতি এনিয়ে চতুর্থবার রাজ্য চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে। এবার ওই একই বিভাগে তৃতীয় হয়েছে কাছাড়রই অনূর্ধ্ব ১১ দাবাড়ু আরশিয়া এনায়েত লস্কর। দুই পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের কোচ হিসেবে ছিলেন রাজদীপ দাস।