ই-রিকশা চালকরা করিম উদ্দিনের সাহায্য ফিরিয়ে দিলেন

বরাক তরঙ্গ, ২ জুলাই : ঈদের দিনে শিলচর পঞ্চায়েত রোডে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় ১০ থেকে ১২টি ই-রিকশা ভাঙচুর করায় চালকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ই-রিকশাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। রবিবার চালকরা ই-রিকশা আনতে রাঙ্গিরখাড়ি থানায় যান। সেসময় সাংবাদিকদের জানান, বিধায়ক করিম উদ্দিনের দেওয়া ১ লক্ষ টাকায় তাঁদের ক্ষতিপূরণ সম্ভব হবে না। যার জন্য ১ লক্ষ টাকা বিধায়ক করিম উদ্দিনকে ফিরিয়ে দেন তাঁরা। তবে তিনি সহায়তার হাত বাড়ানোয় বিধায়ক করিম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন চালকরা।

এদিকে অসহায় চালকদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী পরিষদ তহবিল থেকে প্রত্যেক চালককে নগদ ৭০ হাজার টাকা প্রদান করেছেন। দুর্দিনে অসহায় টুকটুক চালকদের পাশে থেকে সহায়তার হাত বাড়ানোয় পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পিড়ীত চালকরা।

উল্লেখ্য, শনিবার সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন লস্কর চালকদের সঙ্গে সাক্ষাৎ করে এবং ক্ষতিপূরণ বাবৎ বিধায়ক চালকদের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News