সিলেট-শিলচর উৎসবে মন্ত্রী জানালেন ঢাকা-সিলেট-গুয়াহাটি বিমান সেবা চালু হচ্ছে

৬ অক্টোবর : বাংলাদেশ ভারতের শিক্ষা সংস্কৃতির সঙ্গে আরও সুসম্পর্ক তৈরি করতে চায়। কেননা, ভারত বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাগত অনেক বিষয়ে মিল রয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। এতে দুই দেশের সম্পর্ক সুসম্পর্কে রুপান্তরিত হয়। চুলচেরা বিশ্লেষণ করা হয়, দুই দেশের মধ্যে নতুন কিছু করা যায় কি না।

শুক্রবার বিকেলে সিলেটের অভিজাত হোটেলের হলরুমে চারদিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের দ্বিতীয় দিনের সিলেট-শিলচর উৎসবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এসব কথা বলেন। তিনি বলেন, খুব দ্রুত ঢাকা-গুয়াহাটি বিমান যোগাযোগ চালু হবে। প্রথমে প্রস্তাবনা ছিল ঢাকা-সিলেট-গুয়াহাটি বিমান চালু করার। কিন্তু কর্তৃপক্ষ আপাতত ঢাকা-গুয়াহাটি বিমান চালুর উদ্যোগ নিয়েছে।

সিলেট-গুয়াহাটি বিমান চালু না হওয়ার কারণ হিসেবে তিনি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের ধীরগতির সম্প্রসারণ কাজের বিষয়টি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারতের প্রক্তন এমপি স্বপন দাস গুপ্ত, ভারত ফাউন্ডেশনের সদস্য সুরাইয়া দভাল, ভারতের রাজ্য সভার সদস্য রাজ কুমার রঞ্জন শিং প্রমুখ। এসময় দুই দেশের নেতৃবৃন্দ বাংলাদেশ-ভারতের কালচারার ও পলিটিক্যাল সম্পর্কের পাশাপাশি সব ক্ষেত্রে ঐক্যের তাগিদ দেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক সুদূঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতি বছরের ন্যায় এবারও এই সংলাপ শুরু হয়েছে।

সংলাপে বাংলাদেশের পক্ষে ৬ জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্যসহ জাতীয় নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। সংলাপ উপলক্ষে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

Author

Spread the News