মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাসভবনে হামলা ক্ষুব্ধ জনতার
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাসভবনে হামলা ক্ষুব্ধ জনতার। জিরিবাম জেলায় দু’দিনে মৈতেই গোষ্ঠীর তিন মহিলা ও তিন শিশুর দেহ উদ্ধারের পর মন্ত্রী, বিধায়কদের আবাসনে হামলা চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষিপ্ত জনতা। এরপর শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনেও।
সূত্রে খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনের দরজা ভেঙে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেই সময় বাসভবনে ছিলেন না মুখ্যমন্ত্রী। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ, পরে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এখনও পর্যন্ত ছ’জন আহত হয়েছেন। এর আগে আরও দুই মন্ত্রী ও ছ’জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। এই ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।