রামকৃষ্ণ মিশনের ১১৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত, আর্থিক বছরে সব থেকে বেশি ব্যয় শিক্ষা খাতে

২০ ডিসেম্বর : রামকৃষ্ণ মিশনের ১১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । সম্প্রতি বেলুড় মঠে অনুষ্ঠিত সভায় ২০২১-২২ আর্থিক বছরের পরিচালন সমিতির কার্যবিবরণী পেশ করা হয়। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ তাদের ২১৬ টি ভারতীয় শাখা কেন্দ্র এবং উপ-কেন্দ্রের মাধ্যমে ওই আর্থিক বছরে বিভিন্ন পরিষেবার জন্য ৯৪৩.১৮ কোটি টাকা ব্যয় করেছে।

২০২১-২২ আর্থিক বছরে সব থেকে বেশি খরচ করা হয়েছে শিক্ষা খাতে। মিশন পরিচালিত নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, বিধিবহির্ভূত শিক্ষাকেন্দ্র, নৈশ বিদ্যালয়, কোচিং ক্লাস মিলিয়ে প্রায় ২ লক্ষ ৬১ হাজার পড়ুয়া শিক্ষালাভ করেছে। এই বাবদ খরচ হয়েছে ৪৫১.৪৪ কোটি টাকা। খরচের ক্ষেত্রে শিক্ষার পরেই রয়েছে স্বাস্থ্য। ওই খাতে খরচ হয়েছে ৩৩৭.৭৫ কোটি টাকা। উপকৃত হয়েছেন ৫৭ লক্ষ ৯ হাজার মানুষ। গ্রামীন উন্নয়ন খাতে ৮৭ কোটি ১৬ লক্ষ টাকা, সাধারণ কল্যান খাতে ২৭ কোটি ৬২ লক্ষ টাকা, ত্রাণ ও পুনর্বাসন খাতে খরচ হয়েছে ২৬ কোটি ২০ লক্ষ টাকা এবং সাহিত্য প্রকাশনের খাতে খরচ হয়েছে ১৩ কোটি ১ লক্ষ টাকা খরচ হয়েছে।

এছাড়া রামকৃষ্ণ মিশনের নতুন শাখা কেন্দ্র চালু হয়েছে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, নবদ্বীপ, সোমসার সহ অসমের ডিগবয়ে। রামকৃষ্ণ মঠের নতুন শাখা কেন্দ্র চালু হয়েছে গুজরাটের আহমেদাবাদ, কর্ণাটকের মাদিহাল্লি এবং তামিলনাড়ুর থাঞ্জাভুরে।

আর্থিক বছরে বিভিন্ন পুরস্কার ও সম্মানও পেয়েছে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্র। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পক্ষ থেকে পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের বেলুড় বিদ্যামন্দির আবাসিক কলেজকে  এ+ গ্রেড এবং নরেন্দ্রপুর আবাসিক কলেজকে এ+ গ্রেড দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশনের চারটি ডিগ্রী কলেজ ভারতের ২০২১ -র‍্যাঙ্কিংএ বিশিষ্ট স্থান অর্জন করেছে, যা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকারের দ্বারা ঘোষিত হয়েছে। যার মধ্যে ৫ ম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের বেলুড় বিদ্যামন্দির আবাসিক কলেজ, ১৫ তম স্থানে পশ্চিমবঙ্গ রহড়া বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, ২১ তম স্থানে পশ্চিমবঙ্গ নরেন্দ্রপুর আবাসিক কলেজ এবং ৪৮ তম স্থানে তামিলনাডু কোয়েম্বাটোর কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স। এছাড়া  আগরতলা বিবেকনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ‘সাইবার স্মার্ট স্কুল’ হিসাবে নীতি আয়োগ ভারত সরকার দ্বারা প্রত্যয়িত হয়েছে।

ভারতবর্ষ ছাড়া রামকৃষ্ণ মঠের একটি অধিভুক্ত শাখা নিউজিল্যান্ডের অকল্যান্ডে চালু হয়েছে। বর্তমানে ভারতের বাইরে ২৪ টি দেশে অবস্থিত তাদের ৯৭ টি অধিভুক্ত ও উপ-অধিভুক্ত শাখার মাধ্যমে, বেদান্তের দর্শন প্রচারে এবং বিভিন্ন সেবামূলক কার্যে নিযুক্ত রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

Author

Spread the News