কালাছড়া নেতাজিপল্লী কালীবাড়িতে দুর্গাপূজা সম্পন্ন
বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : প্রতিবছরের ন্যায় এবারও নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হল বাজারিছড়ার কালাছড়া নেতাজিপল্লী সর্বজনীন কালীবাড়ি চ্যারিট্যাবল ট্রাস্টের। এবারের দুর্গাপূজায় নবম বছর সম্পন্ন হল। সম্পূর্ণভাবে সাত্বিকতা বজায় রেখেই এখানে পূজা সম্পন্ন হয়। সীমাহীন অানন্দে এই মণ্ডপের প্রতিজন মানুষ পূজার দিনগুলি কাটান। পূজার চারদিন পুরো উৎসব মূখর ছিল পুরো এলাকা। সপ্তমী থেকে দশমী প্রতিটি দিনে মহাপ্রসাদ নিতে ভক্তদের উপচে পরা ভিড় ছিল। বিশেষ করে নবমীর রাতে ওই মণ্ডপে ভক্তদের ভিড় সকলের নজর কাড়ে।এলাকার প্রতিটি মানুষ পূজার অানন্দে এখানে মাতোয়ারা হন। প্রতিমা নিরঞ্জনের দিনে খাঁটি বাঙালীয়ানায় পোশাক পড়েন পুরুষ মহিলারা। যা প্রতিটি মানুষের নজর কাড়ে। পুরো এলাকা পরিক্রমা করে শান্তিপূর্ণ ভাবেই কালাছড়া বিসর্জন ঘাটে লঙ্গাই নদীতে প্রতিমা নিরঞ্জন করা হয়। খুবই শৃঙ্ঘলাবদ্ধভাবে শান্তি পর্ব ও সম্পন্ন হয়।
প্রতিবছরের মত এবারও খুবই সুনাম খুড়িয়েছে এই সর্বজনীন কালীবাড়ি। পূজায় পুরোহিতের দায়িত্ব পালল করেন পুরোহিত অখিল চক্রবর্তী। এবারের পূজা পরিচালনার দায়িত্বে ছিলেন সভাপতি মিহির দাস, সম্পাদক পরিতোষ দেব, কোষাধ্যক্ষ কানাইলাল রবিদাস, সত্যম পাল, বিকাশ নাথ, রানা সূত্রধর, হীরা সূত্রধর, সত্যম দে, সুভাষ রায়, জ্যোতিষ দাস, কাজল সূত্রধর, সুধীর দাস, সরস্বতী ধর, বিপাসা সূত্রধর, পূজা পাল, রিপা পাল, দীপা পাল, পায়েল সূত্রধর, দেবস্মিতা দে, স্বপ্না নাথ, সৌভিক সূত্রধর, রোহিত সূত্রধর, অলীক সূত্রধর, ক্রিস পাল, রঞ্জীত রায়, রূপক দেব প্রমুখ। সম্পূর্ণ পুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কালাছড়া নেতাজিপল্লী সর্বজনীন কালীবাড়ি চ্যারিট্যাবল ট্রাস্টের পক্ষে সভাপতি অজয় সূত্রধর ও সম্পাদক জন্মজিৎ দাস।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।