উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে ডাম্পার, মৃত্যু চালকের
বরাক তরঙ্গ, ২৪ মে : উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে ডাম্পারের চালক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় নগাঁও জেলার পুরনিগুদামের জলাহগাঁওয়ে শুক্রবার সকালে।
সকালে এএস ০২ সিসি ৭৮৩৪ নম্বরের ডাম্পার নিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ডাম্পার চালক নিহত হন।
লরিটি চলছিল নগাঁও সদর আঞ্চলিক বন কার্যালয়ের অধীন জলাহগাঁওয় অঞ্চলে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ডাম্পারদের বিরুদ্ধে অভিযোগ করলেও বন বিভাগ ও পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটার পেছনে অনেক কারণ রয়েছে। পুলিশ ও বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।