দীর্ঘদিনের দাবি পূরণ, দুল্লভছড়া থেকে গুয়াহাটি এক্সপ্রেস চালু
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা গুয়াহাটি স্টেশন থেকে ১৫৬১৭/১৫৬১৮নং গুয়াহাটি-দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটির সূচনা করেন। এ দিকে, দুল্লভছড়া স্টেশনে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার ও জেলাশাসক মৃদুল কুমার যাদব। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবের পাশাপাশি মুখ্য কার্যালয়ের বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন।
ত্রি-সাপ্তাহিক ১৫৬১৭/১৫৬১৮নং গুয়াহাটি-দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের নিয়মিত পরিষেবা ২১ অক্টোবর থেকে সপ্তাহে তিন দিন অর্থাৎ সোম, বুধ ও শনিবার গুয়াহাটি থেকে ২২.০০ ঘন্টায় শুরু হবে এবং পরের দিন ০৯.৪৫ ঘণ্টায় দুল্লভছড়া পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি দুল্লভছড়া থেকে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার ১১.১০ ঘণ্টায় রওনা দিবে এবং একই দিনে ২৩.১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।
এই নতুন ট্রেনটি অসমের রাজধানী গুয়াহাটি ও মিজোরাম সীমান্তের দুল্লভছড়ার মধ্যে প্রথম প্রত্যক্ষ ট্রেন পরিষেবা। অসম ও মিজোরামের সীমান্ত অঞ্চলগুলির জনগণের ভ্রমণ সহজ করা জন্য এই ট্রেন পরিষেবাটি উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রদান করবে।