প্রশ্নপত্র ফাঁস কাণ্ড : সেবা কার্যালয়ের সামনে বিক্ষোভ ডিএসও-র

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : মাধ্যমিকের বিজ্ঞান ও অসমিয়া পরীক্ষার প্ৰশ্নপত্র ফাঁস কাণ্ডের বিরুদ্ধে গুয়াহাটির বামুনিময়দানে সেবা কার্যালয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক ছাত্রছাত্রী। শনিবার ছাত্র সংগঠন এআইডিএসও’র অসম রাজ্য কমিটির আহ্বানে শতাধিক ছাত্রছাত্রী ছাত্ৰ বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন সংগঠনের রাজ্য সম্পাদক হেমন্ত পেগু দাবি বলেন, অকর্মণ্য সেবা চেয়ারম্যানকে বরখাস্ত করতে হবে এবং রাজ্যের শিক্ষা মন্ত্রীকে নিজের ব্যর্থতার দায়ভার স্বীকার করে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি রোধে শূন্য সহনশীলতার কথা মুখে বলেন অথচ এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি প্ৰদানে তিনি সম্পূর্ণ ব্যর্থ।

প্রশ্নপত্র ফাঁস কাণ্ড : সেবা কার্যালয়ের সামনে বিক্ষোভ ডিএসও-র

জাতীয় শিক্ষানীতি, ২০২০ এর সুপারিশ মেনে যেহেতু মেট্রিক পরীক্ষা তুলে দেওয়া হবে তাই জনমানসে মেট্রিক পরীক্ষার গুরুত্ব কমিয়ে দিতে অসম সরকার এই চক্রান্তে সামিল হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি তুলেন আগামীতে কোনো পরীক্ষা যাতে এরকম না হয় তার নিশ্চয়তা সরকার ও সেবা কর্তৃপক্ষকে দিতে হবে।

Author

Spread the News