ডিএসএ-র দুদিনের রেফারি কর্মশালা সমাপ্ত

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুন : আসন্ন ফুটবল মরশুমকে উপলক্ষ করে শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দু’দিনের রেফারি কর্মশালা শেষ হল। বৃহস্পতিবার এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয় সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে। জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ফুটবল শাখা সচিব বিকাশ দাস, রেফারি সচিব সমর রায়ের উপস্থিতিতে রেফারিদের উদ্দেশ্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভাপতি শিবব্রত দত্ত। সমর রায় বলেন, এবারের কর্মশালায় ১৯ জন নতুন পুরনো মিলে অংশ নেয়। কর্মশালা পরিচালনা করেন দুই জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য ও আব্দুল মজিদ চৌধুরী।

সুপার ডিভিশন ফুটবলের আগে প্রাক্তন ফিফা সহকারী রেফারি মৃণাল কান্তি রায়ের সহযোগিতায় আরো একটি কর্মশালা আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান সমর রায়। উল্লেখ্য, সংস্থার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে গত দুদিন এই কর্মশালার প্র্যাকটিক্যাল ও থিওরি অনুষ্ঠিত হয়।

Author

Spread the News