ডিএসএ-র ঋষিকেশ শেফালিকনা স্মৃতি বার্ষিক ক্রীড়া ২৫ ও ২৭ জানুয়ারি, ম্যারাথন ২৮ শে
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : প্রতিবছরের মতো এবারেও শুরু হচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ঋষিকেশ শেফালিকনা স্মৃতি বাৎসরিক ক্রীড়া উৎসব। বুধবার জেলা ক্রীড়া সংস্থার তুলসী দাস বণিক সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক কর্মকর্তা ও স্পনসরার পরিবারের সদস্যরা। অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের বিষয়টি অবহিত করতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, মাইনর গেমস সচিব সত্যজিৎ দাস, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, অজয় রায় ও স্পনসরার পরিবারের পক্ষে অংশুকুমার রায়, ডাঃ অনুপ রায় প্রমুখ। তারা জানান, দুদিনের এই উৎসবের উদ্বোধন হবে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে উদ্বোধন হবে ২৫ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের জন্য ২৬ জানুয়ারি উৎসবের কোন গেমস হবে না। পরদিন শিলচর টাউন ক্লাব ময়দানে এর সমাপ্তি ঘটবে। এর পরদিন একই খেলার অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হবে পুরুষ ও মহিলাদের নিয়ে এক ম্যারাথন প্রতিযোগিতা। সেটি হবে ডাঃ আশিস কুমার রায়ের নামে। ঋষিকেশ ও শেফালিকণা পরিবারের তরফেও সেটার আয়োজন।
২৮ জানুয়ারি সকাল ৫টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্মুখ থেকে পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হবে। পুরুষদের বিভাগের ম্যারাথন ডিএসএ-র সম্মুখ থেকে শুরু হয়ে সেটা গিয়ে থামবে উধারবন্দ পানগ্রাম এলাকায়। একই স্থান থেকে মহিলাদের বিভাগের দৌড় শুরু হবে। এর এন্ডিং পয়েন্ট হচ্ছে উধারবন্দ বাজার। এদিন বিকেলে হবে অ্যাথলেটিক্স ও ম্যারাথন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ম্যারাথনের পুরুষ বিভাগে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হবে মেডেল সহ ৬ হাজার টাক। দ্বিতীয় ৪ এবং তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা। মহিলাদের জন্য রয়েছে মেডেল সমেত যথাক্রমে ৫, ৩ ও ২ হাজার টাকা। অ্যাথলেটিক্সদের জন্য পুরুষ ও মহিলাদের প্রতিটি ইভেন্টের জন্য মেডেল সহ রয়েছে ৩৫০, ২৫০ এবং ১৫০ টাকা।