হোটেলে চরমপন্থা সেনা জওয়ানের
বরাক তরঙ্গ, ২৭ মে : গুয়াহাটি মহানগরের একটি হোটেলে সেনা জওয়ানের চূড়ান্ত সিদ্ধান্ত। ঘটনা ঘটেছে উলুবাড়ির হোটেল ড্রিমল্যান্ডে। ২৫ বছর বয়সী সেনাকর্মী আদর্শ রায় রবিবার সকাল ৬ টার দিকে হোটেল ড্রিমল্যান্ডের রুম ২০৬ বুক করেছিলেন। দার্জিলিং থেকে এসে, আদর্শ গুয়াহাটিতে এক রাত থাকার কথা ছিল, তারপরে সোমবার দুপুরে মণিপুরে তার কর্মস্থলে যাওয়ার জন্য রওয়ানা হওয়ার কথা। তবে, দুপুর ১২ টা নাগাদ আদর্শ চেক আউট করেননি। হোটেল ব্যবস্থাপনা বারবার দরজায় নক করার পরও কোনও সাড়া না পেয়ে সন্দেহে পড়ে কর্তৃপক্ষ।
এর পর, হোটেল কর্তৃপক্ষ পল্টন বাজার পুলিশের সঙ্গে যোগাযোগ করে, এবং পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে, পুলিশ প্রথমে ঘরে প্রবেশ করেনি কারণ তাদের সামরিক দলের সম্পর্কে জানানো হয়নি। সন্ধ্যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম হোটেলে এসে, পল্টন বাজার পুলিশের সহায়তায় দরজা ভেঙে পুরো ঘটনার সাক্ষী হয়।

২০৬ নম্বর কক্ষে, আদর্শ চূড়ান্ত পথ বেছে নিয়েছিল। আদর্শ রায়ের মৃতদেহ জিএমসিএইচ মর্গে রয়েছে। আদর্শের ময়নাতদন্ত আজ সম্পন্ন হবে। একটি তদন্তও শুরু হবে। আপাতত, এই ঘটনার কোনও কারণ প্রকাশ পায়নি।