ডিএসএ-র আন্তঃ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন নিউ অক্সফোর্ড স্কুল, রানার্স এসসি দেব বিদ্যাপীঠ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মে : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নিউ অক্সফোর্ড স্কুল কাপ অনূর্ধ্ব১৬ আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে নিউ অক্সফোর্ড স্কুলের দল। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আজ জমজমাট লড়াইয়ের পর তারা ২ উইকেটে পরাস্ত করে সুরেশ চন্দ্র দেব বিদ্যাপীঠ দলকে। প্রথমে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ১৫৬ রান করে বিদ্যাপীঠ। দলের পক্ষে দিদার মাঝারভুইয়া ৪৭ বলে ৮৮ রানের একটি চিত্তাকর্ষক ইনিংস উপহার দেন। এক সময় দলের রান ছিল ৬ উইকেটে ৩৬। সেখান থেকে বিদ্যাপীঠ দলকে এতদূর এগিয়ে নিয়ে যান দিদার। এছাড়া বিজয় নাথ ১৭ এবং শিবা দুষাদ ১৫ রান করেন। নিউ অক্সফোর্ড স্কুলল সাহিল আহমদ লস্কর তিন উইকেট নেন। শোয়েব আখতার লস্কর ও রোশন কুমার শা দুই উইকেট পান।

জবাবে ২২ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করে ম্যাচ জিতে নেয় আসরের স্পনসর নিউ অক্সফোর্ড স্কুল দল। তাদের সুশান্ত দাস করেন ৫৮ রান। এছাড়া তামিম মজুমদার ২৭ রান করেছেন। বিপক্ষের দীপ বৈষ্ণব (৪-৪২) চারটি এবং অভিজিৎ দাস (৩-১৩) তিন উইকেট নেন। ম্যাচে আম্পায়ার ছিলেন দেবাশিস সোম ও প্রসেনজিৎ রায়।

এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, কোষাধক্ষ্য বুদ্ধদেব চৌধুরী, সহ সচিব ( প্রশাসন) দেবাশীষ সোম, সহ সচিব (মেজর ক্রীড়া) অরিজিৎ গুপ্ত, জ্যোতিষ্মান ভট্টাচার্য, সাবেক সভাপতি বাবুল হোড়, স্পনসরার পরিবারের পক্ষে বিষনলালা আগরওয়াল, সুনীল আগরওয়াল, সীমা জয়সয়াল প্রমুখ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাহিল।

ডিএসএ-র আন্তঃ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন নিউ অক্সফোর্ড স্কুল, রানার্স এসসি দেব বিদ্যাপীঠ

ম‍্যান অব দ‍্য টুর্নামেন্টের পুরস্কার যায় নরসিং এইচএস স্কুলের শিবম বাসফরের দখলে। মোট ১৮৯ করে সেরা ব‍্যাটার হন বিদ‍্যাপীঠের দিদার। সেরা বোলার গভর্নমেন্ট বয়জের রাজ কানু। মোট ১৫ উইকেট নেন তিনি। সেরা উইকেটরক্ষক নরসিংয়ের স্নেহাশিস সাহা। মোস্ট প্রমিসিং ক্রিকেটারের পুরস্কার পান কলেজিয়েট স্কুলের ঋতুরাজ নাথ। শৃঙ্খলাপরায়ণ দলের পুরস্কার পায় ডনবস্কো স্কুল। আসরে হ‍্যাট্রিককারী দুই ক্রিকেটার নেওয়াজ লস্কর, শিবম বাসফর ও একমাত্র শতরানকারী শেহরিয়ার রহমানকে পুরস্কৃত করা হয়।

Author

Spread the News