ভাতর-বাংলা সীমান্তে বিএসএফের গুলিতে আহত মাদক পাচারকারী

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : ত্রিপুরা রাজ্যের ভাতর-বাংলা সীমান্তের রহিমপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের সীমান্ত সুরক্ষা বাহিনীর  গুলিতে আহত হলএক পাচারকারী। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা অনুমানিক ৫ টে বাবুল মিয়া নামে এক পাচারকারী রহিমপুর আন্তর্জাতিক সীমান্তের ১৬৩ নম্বর গেটের পাশাপাশি স্থান দিয়ে কিছু নেশা সামগ্রী পাচার করতে গিয়ে সীমান্তে পাহারায় থাকা বিএসএফ জওয়ানরা তাকে আটক করার জন্য চেষ্টা করলে সে পালিয়ে যাওয়া চেষ্টা করে। এতে তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। পাচারকারী ব্যক্তির মাথায় গুলি লাগার ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে।

গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন তাকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতন দেববর্মা তাকে প্রাথমিক চিকিৎসা করে হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন। জানা যায়, বিশালগড় থানাধীন নারাওরা এলাকার আবু তাহেরের ছেলে বাবুল মিয়া।

Author

Spread the News