সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগ: ৫ উইকেটে জিতলো দৃষ্টি

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : স্টিল কর্নার সোনাই প্রিমিয়ার লিগে সোমবার ৫ উইকেটে জিতলো দৃষ্টি সোনাই। স্থানীয় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন  আয়োজিত এদিনের ম্যাচে তারা হারিয়েছে সোনাই টাইটান-কে। ম্যাচে দৃষ্টি সোনাই টসে জিতে সোনাই টাইটানকে প্রথমে ব্যাটিংয়ের  আমন্ত্রণ জানায়। সে সুবাদে ব্যাটিং করতে নেমে সোনাই টাইটান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের টার্গেট খাঁড়া করে। তাদের ব্যাটারদের মধ্যে জুয়েল ৫৮ রান করেন।

এছাড়াও ভাল রান পান আল আমান লস্কর ৪০, অভিষেক নিয়োগী ৩৯ এবং ইফতিকার আলম লস্কর ১৭ রান করেন। তাদের শাহজাহান হোসেন লস্কর ২, মুমিনুল হক লস্কর, কয়েস মজুমদার ও রসিদ আহমেদ ১টি করে উইকেট দখল করেন। ১৮৮  রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে দৃষ্টি সোনাই দল ১৬.৫ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে টার্গেট অতিক্রম করে নেয় দৃষ্টি। তাদের শাহজাহান হোসেন লস্কর ২৯ বলে ৬৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া দৃষ্টি সোনাইর  নিরুক লস্কর ৪২, বাপন লস্কর (৩০) এবং গোলাম ইউ এফ বড়লস্কর ১৩ রান করেন। বোলিংয়ে সাহেদ চৌধুরী ও আফসর আহমেদ লস্কর ২টি করে উইকেট নেন। এছাড়া জুয়েল ১ টি উইকেট তুলে নেন। ম্যাচের সর্বাধিক ছক্কার এ-টু ইয়াম্মি ভাইটস-র পুরস্কার জিতেন শাহজাহান হোসেন লস্কর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জেএম কবীর লস্কর।

সোনাই ক্রিকেট প্রিমিয়ার লিগ: ৫ উইকেটে জিতলো দৃষ্টি

এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই ক্লাবের  শাহজাহান হোসেন লস্কর। তার হাতে আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচে ট্রফি তুলে দেন প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার।

প্রতিয়োগিতার সূচী অনুযায়ী মঙ্গলবার বনরাজ ওয়ারিয়র্স খেলবে আরএফ এডুকেশন ফাউন্ডেশনের বিপক্ষে।

Author

Spread the News