দু’টি স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন লায়ন্সের
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : মালুগ্রাম ডেফোডিল্স স্কুল ও গনিরগ্রাম জেআর হায়ার সেকেন্ডারি স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। ‘পিচ উইথআাউট লিমিটস’ বিষয়ের উপর প্রতিযোগিতায় মালুগ্রাম ডেফোডিল্স স্কুলের মোট ২৫২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সেখানে নিরিক্ষক হিসাবে ছিলেন ক্লাব সভাপতি বন্দিতা ত্রিবেদী রায় প্রজেক্ট চেয়ারপারসন সৌরভ সেন, শর্মিষ্ঠা মিশ্র, শ্যামল দাস, দিপ্তি দত্ত, সরিতা সিং, জয়স্মিতা চৌধুরী ও সুস্মিতা গোস্বামী।
এ দিকে, গনিরগ্রাম জেআর হায়ার সেকেন্ডারি স্কুল, আয়োজিত প্রতিযোগিতায় ৭২ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। প্রকল্প পরিচালক সামসুল ইসলামের সঙ্গে ইয়াসির পক্ষে নিরিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এনামুল হক লস্কর, আব্দুল আহাদ লস্কর, সাজন লস্কর তথা স্কুলের পক্ষে ছিলেন শিক্ষক হানিফ আলম মাজারভূইয়া। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদ আহমেদ লস্কর ও ইয়াসি কাটিগড়া বিধানসভা কমিটির সাধারণ সম্পাদক গুলজার হোসেন বড়ভূইয়া। ক্লাব ভ্যালি ভিউর গাইডিং লায়ন সঞ্জীব রায় দুই স্কুল কর্তৃপক্ষকে বিশেষ করে জেআর হায়ার সেকেন্ডারির অধ্যক্ষ আফজল হোসেন লস্কর ও ডেফোডিল্স স্কুলের ভাইস প্রিন্সিপাল বাবী দত্ত দে-কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।