অমিয়কান্তি দাশ জমা দিলেন মনোনয়ন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে  বিক্ষুব্ধ বিজেপি তথা নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন অমিয়কান্তি দাশ। বৃহস্পতিবার  সকালে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন অমিয়কান্তি দাশ।

মনোনয়ন দাখিলের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ধলাইবাসীর সঙ্গে পরিমলবাবুর প্রতারণার জবাব দেবেন জনগণ। তিনি জনগণের আশীর্বাদ নিয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এও বলেন, বিজেপি যে প্রার্থী ধলাই উপনির্বাচনে দিয়েছে তিনি বাইরের লোক। তাই ধলাই অঞ্চলের স্থানীয়রা এবার তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাবাদী।

অমিয়কান্তি দাশ জমা দিলেন মনোনয়ন
অমিয়কান্তি দাশ জমা দিলেন মনোনয়ন

Author

Spread the News