ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সম্মাননা অনুষ্ঠান খোঁজের ২৮শে

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : শিলচরের অগ্রণী ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ-র উদ্যোগে ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সম্মাননা প্রদান করা হবে আগামী ২৮ ডিসেম্বর। শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ অনুষ্ঠান ভবনে এদিন সম্মাননা প্রদান কর্মসূচি শুরু হবে বিকেল ৫-৩০ মিনিটে। ক্রীড়া, সাহিত্যকলা সহ সমাজ উন্নয়নে অবদান রাখা কৃতী ব্যক্তি ও কয়েকটি সংগঠনকে সম্মাননা প্রদান করবে খোঁজ।

শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান খোঁজ-র কর্মকর্তারা। সভাপতি ডাঃ এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক সমাজকর্মী কল্যাণকুমার চক্রবর্তী, কর্মকর্তা কামাল লস্কররা বলেন, বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান

রাখার স্বীকৃতি স্বরূপ এ বছর সম্মাননা প্রদান করা হবে ডাঃ নাসিম আহমদ, শৈবাল সেনগুপ্ত, পারবিন সুলতানা, অজয় রায়, আতিকুর রহমান, রওশন লস্কর, মৈথিলী সোম, সুস্মিতা ভট্টাচার্য, সুফিয়া ইয়াসমিন, মিহির বর্মন, আব্দুল মজিদ, বিমান ভাগবতী ও তরুণ প্রজন্মের নাট্যকার সায়ন বিশ্বাসকে।

ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সম্মাননা অনুষ্ঠান খোঁজের ২৮শে

এছাড়া সংগঠন হিসেবে সম্মাননা প্রদান করা হবে মাতৃভূমি (ধলাই), ইউটিউব চ্যানেল গরমমশলা কর্তৃপক্ষ এবং কালাইন স্পোর্টিং ক্লাবকে। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হবে আল-হিরা ন্যাশনাল এইচএস স্কুল ও রেডিয়েন্ট মডেল এইচএস স্কুল কর্তৃপক্ষকে। তাঁরা আরও জানান, খোঁজ-র পক্ষ থেকে এবছর ১০তম ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সম্মাননা প্রদান করা হবে।

Author

Spread the News