ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সম্মাননা অনুষ্ঠান খোঁজের ২৮শে
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : শিলচরের অগ্রণী ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ-র উদ্যোগে ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সম্মাননা প্রদান করা হবে আগামী ২৮ ডিসেম্বর। শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ অনুষ্ঠান ভবনে এদিন সম্মাননা প্রদান কর্মসূচি শুরু হবে বিকেল ৫-৩০ মিনিটে। ক্রীড়া, সাহিত্যকলা সহ সমাজ উন্নয়নে অবদান রাখা কৃতী ব্যক্তি ও কয়েকটি সংগঠনকে সম্মাননা প্রদান করবে খোঁজ।
শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান খোঁজ-র কর্মকর্তারা। সভাপতি ডাঃ এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক সমাজকর্মী কল্যাণকুমার চক্রবর্তী, কর্মকর্তা কামাল লস্কররা বলেন, বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান
রাখার স্বীকৃতি স্বরূপ এ বছর সম্মাননা প্রদান করা হবে ডাঃ নাসিম আহমদ, শৈবাল সেনগুপ্ত, পারবিন সুলতানা, অজয় রায়, আতিকুর রহমান, রওশন লস্কর, মৈথিলী সোম, সুস্মিতা ভট্টাচার্য, সুফিয়া ইয়াসমিন, মিহির বর্মন, আব্দুল মজিদ, বিমান ভাগবতী ও তরুণ প্রজন্মের নাট্যকার সায়ন বিশ্বাসকে।
এছাড়া সংগঠন হিসেবে সম্মাননা প্রদান করা হবে মাতৃভূমি (ধলাই), ইউটিউব চ্যানেল গরমমশলা কর্তৃপক্ষ এবং কালাইন স্পোর্টিং ক্লাবকে। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হবে আল-হিরা ন্যাশনাল এইচএস স্কুল ও রেডিয়েন্ট মডেল এইচএস স্কুল কর্তৃপক্ষকে। তাঁরা আরও জানান, খোঁজ-র পক্ষ থেকে এবছর ১০তম ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণিজন সম্মাননা প্রদান করা হবে।