৭২ বছর পর এশিয়ান গেমসে জ্যাভলিনে জোড়া পদক

৪ অক্টোবর : জ্যাভলিনে জোড়া পদক। জাকার্তার পর এবারের এশিয়ান গেমসেও সোনা জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে বছরের সেরা থ্রো ভারতের সোনার ছেলের। অন্যদিকে জীবনের প্রথম এশিয়াডে নেমেই রুপো পেলেন কিশোর কুমার জেনা। এখনও পর্যন্ত কেরিয়ার সেরা ৮৭.৫৪ মিটার ছোড়েন তিনি। দু’জনের হাত ধরে জোড়া পদক এল জ্যাভলিন থেকে। ভারতের দুই জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কেউ ছিল না। অলিম্পিক, বিশ্বচ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগের পর এশিয়াডেও সোনা নীরজ চোপড়ার। ৭২ বছর পর এশিয়ান গেমসে জ্যাভলিনে জোড়া পদক এল ভারতে।

একটা সময় পর্যন্ত দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্তু নীরজকে টেক্কা দেওয়া সহজ নয়। হল ও না। প্রথম থ্রো দারুণ করেন নীরজ। কিন্তু কোনও টেকনিক্যাল কারণে সেটা রেকর্ড করা হয়নি। তার ব্যাখ্যা অবশ্য এখনও পাওয়া যায়নি। নীরজ এবং কুয়েতের এক জ্যাভলিন থ্রোয়ারের থ্রোয়ের পর বেশ কিছুক্ষণ ইভেন্ট বন্ধ থাকে। উদ্যোক্তাদের তরফে বড় ত্রুটি। ১৩ মিনিট অপেক্ষা করতে হয়। তারপরও জানা যায়নি কতদূরে ছুড়েছিলেন। ট্র্যাকে উপস্থিত অফিসিয়ালদের সঙ্গে বারবার কথা বলতে দেখা যায় নীরজকে। বেশ ক্ষুব্ধ মনে হচ্ছিল তাঁকে। শেষপর্যন্ত নীরজকে আবার নতুন করে থ্রো করতে বলা হয়। স্বাভাবিকভাবেই সেটা প্রথম থ্রোয়ের মতো হয়নি। মাঝের বিরতিতে কিছুটা হলেও মনসংযোগ হারান নীরজ। তবে ৮২.৩৮ মিটার ছোড়েন।

দ্বিতীয় প্রচেষ্টায় আরও কিছুটা দূরত্ব অতিক্রম করে ৮৪.৪৯ মিটার দূরে বর্ষা ছোড়েন। কিন্তু তৃতীয় থ্রোয়ে সময় পা লাইনে টাচ হয়ে যাওয়ায় ফাউল হয়। ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনা তৃতীয় প্রচেষ্টায় ৮৬.৭৭ মিটার ছুড়ে নীরজকে টপকে যান। চতুর্থ থ্রোয়ে ৮৭.৫৪ মিটার ছোড়েন। কিন্তু দুরন্ত প্রত্যাবর্তনে ৮৮.৮৮ মিটার ছুড়ে আবার সোনার লড়াইয়ে ফেরেন নীরজ। খবর : আজকাল অনলাইন।

Author

Spread the News