সর্বোদয় ট্রাস্টে ৫০ হাজার টাকা দান দম্পতির

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত (লাখুদা) এর প্রতিষ্ঠিত সর্বোদয় ট্রাস্টের উদ্যোগে সর্বোদয় বিদ্যালয় প্রাঙ্গনে এক উন্নয়ন যজ্ঞ চলছে। উন্নয়নে সামিল হলেন সুদীপকুমার নন্দী ও ইন্দ্রাণী নন্দী নামে এক দম্পতি। তাঁরা সর্বোদয় ট্রাস্টে পঞ্চাশ  হাজার টাকার দান করলেন। কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা অবসরপ্রাপ্ত আধিকারিক সুদীপকুমার নন্দী ও তাঁর সহধর্মিণী শিলচর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে অবসরপ্রাপ্ত ইন্দ্রাণী নন্দী সর্বোদয় ট্রাস্টের কাজ কর্মে উদ্বুদ্ধ হয়ে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন। ট্রাস্টের পক্ষে পশ্চাশ হাজার টাকার চেক গ্রহণ করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী ও সদস্য অতনু  চৌধুরী।

ইতিমধ্যে কল্যান ভট্টাচার্য স্মৃতি স্বাস্থ্য পরিষেবা এবং উপেন্দ্রকুমার চক্রবর্তী ও সুমতিপ্রভা দেবী  পাঠাগারের উদ্বোধন হয়ে গেছে। সদ্ভাব মণ্ডপের কাজও প্রায় শেষের পথে। হাইস্কুলের জন্য  মাস্টার প্ল্যানের কাজ শেষ। রজত বৈশ্য উদ্দ্যোগে তৈরী হওয়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের জন্য ভবন নির্মাণের কাজ ও দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশ বিদেশে র বহু মানুষ সাহায্যের  হাত বাড়িয়ে দিয়েছেন এই মহান যজ্ঞে। সুদীপবাবু সহধর্মিণী নিয়ে কলকাতা বসবাস করছেন।

এক বিশেষ কাজে তাঁরা শিলচরে আসেন। সাধারণ সম্পাদক তাঁদের সঙ্গে যোগাযোগ করে সর্বোদয়ের উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন এবং নন্দী দম্পতি খুব উৎসাহিত হন এবং সর্বোদবোয়ে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাদের এই দানের জন্য ট্রাস্টের পক্ষ থেকে  তাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

Author

Spread the News