‘চ্যাম্পিয়ন অব গ্লোবেল সার্জারি’ পুরস্কারে ভূষিত মাকুন্দা হাসপাতালের চিকিৎসক ও কর্মী
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : দিল্লিতে অনুষ্ঠিত সমাবেশে ‘চ্যাম্পিয়ন অব গ্লোবেল সার্জারি’ পুরস্কারে ভূষিত হলেন করিমগঞ্জ জেলার পাথারকান্দির সীমান্তবর্তী এলাকার বাজারিছড়ার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাঃ বিজয় আনন্দ ইসমাভেল ও চিকিৎসায়ের এক সিনিয়র কর্মী বসন্ত ফুলমালি। শনিবার ভারতের রুর্যাল সার্জন সংস্থার ২৪ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত
হয় দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে। এতে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় হাসপাতালকে।
সম্মেলনে বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাঃ বিজয় আনন্দ ইসমাভেল ও বসন্ত ফুলমালিকে তাঁদের নিজ কর্তব্যে উল্লেখযোগ্য অবদানের জন্য চ্যাম্পিয়ন অব গ্লোবেল সার্জারি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, হাসপাতালের প্রাক্তন চিকিৎসক ডাঃ বিজয় আনন্দ ইসমাভেল ও তাঁর সহধর্মীনি ডাঃ এন মরিয়ম দীর্ঘ বহুবছর এই সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত এলাকার মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি ও জেনারেল হাসপাতালে অতি সুনাম ও দক্ষতার সঙ্গে এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা চালিয়ে গেছেন।
বসন্ত ফুলমালি ও দীর্ঘ বহু বছর থেকে মাকুন্দা হাসপাতালের অপারেশন থিয়েটরের একজন দক্ষ কর্মী হিসেবে নিজের দায়িত্বভার পালন করে আসছেন। এই পুরস্কার লাভে খুবই উচ্ছসিত মাকুন্দা হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতাল সুপার ডাঃ নালি চন্দন বলেন, হাসপাতালের কর্মী বসন্ত ফুলমালি অপারেশন থিয়েটরে ডাক্তারের সঙ্গে সহযোগিতার কাজ করেন। বসন্তবাবু অত্যন্ত দায়িত্ববান কর্মী। তাই হাসপাতাল কতৃপক্ষও এই অ্যাওয়ার্ড প্রদানে উভয়কে অভিনন্দন জ্ঞাপন করেছেন।