জাতীয়স্তরে একদিনে ১০টি ম্যাচ খেলে রেকর্ড দিবিজার
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : ৮৫ তম ইন্টার স্টেট সাব জুনিয়র অ্যান্ড ক্যাডেট ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে একই দিনে দশটি ম্যাচ খেলে রেকর্ড গড়লেন শিলচরের খুদে প্যাডলার দিবিজা পাল। মধ্যপ্রদেশের ইন্দোরের অভয় প্রশাল স্টেডিয়ামে দিবিজা একইসঙ্গে অনূর্ধ্ব ১১, ১৩ এবং ১৫ বয়স গ্রুপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। খেলছেন ডাবলসেও। এই জন্য একদিনে এতগুলি ম্যাচে খেলতে নামতে হয়েছে। তার খেলাগুলোর মধ্যে ছিল।
অনূর্ধ্ব ১৩ সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে বাংলার বিবেষ্ণা সাহাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেন শিলচরের প্যাডলার। তৃতীয় রাউন্ডে এসে থেমে যায় সিঙ্গলসের লড়াই। মহারাষ্ট্রের নাইশা রেভাসকরের কাছে ৩-০ গেমে হেরে ছিটকে যান। এরপর অনূর্ধ্ব ১১ গ্রুপে তৃতীয় রাউন্ড ম্যাচে বাংলার আলিজা হুসেনকে হারালেন দিবিজা। স্কোর ৩-০।
অনূর্ধ্ব ১৫ বয়স গ্রুপের সিঙ্গলসে প্রথম রাউন্ডে খেলা ছেড়ে দেন সারা দিনে ক্লান্ত হয়ে পড়া খুদে দিবিজা। এতে তার লাভই হয়েছে। তামিলনাড়ুর পূজা অম্বাতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব ১১ গ্রুপের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। সেখানে দিল্লির শানায়া ত্যাগীর কাছে হেরে যান দিবিজা। ম্যাচের ফল ৩-০।
অনূর্ধ্ব ১৩ গ্রুপে মেয়েদের ডাবলসে দিবিজার পার্টনার ছিলেন শিলচরের আরেক টেবিল টেনিস খেলোয়াড় অক্ষিতা রায়। প্রথম রাউন্ডে তারা ৩-০ ব্যবধানে হারালেন ছত্তিশগড়ের নেহাল ভার্মা ও সামায়া পাণ্ডেকে। দ্বিতীয় রাউন্ডে দিবিজা ও অক্ষিতা হেরে গেলেন রঞ্জিনী সাহা-শ্রীজয়ী মুখার্জির বিরুদ্ধে।
অনূর্ধ্ব ১৫ গ্রুপের ডাবলসে দিবিজা ও প্রকৃতি পঙ্কজ সিং ৩-১ সেটে জিতলেন গুজরাটের ত্রিদেব চারমি ও বিশ্রুতি যাদবের বিরুদ্ধে। এটাও ছিল প্রথম রাউন্ডের ম্যাচ। তবে এখানেও দ্বিতীয় রাউন্ডে হেরে যেতে হয়। বাংলার আরুষি নন্দী ও প্রতীতী পালের কাছে ৩-০ ব্যবধানে হেরে যান দিবিজা-প্রকৃতি।
এদিকে, একদিনে এত বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেও কোন ইভেন্টে লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারেননি দিবিজা। জাতীয় এই প্রতিযোগিতা থেকে খালি হাতেই ফিরতে হয়েছে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।